আজ দেশে শুরু হচ্ছে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা
বাংলাদেশে মহাকাশনির্ভর ইন্টারনেট প্রযুক্তির যুগের সূচনা হলো আজ (বুধবার, ৯ এপ্রিল)। মার্কিন টেক জায়ান্ট স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উপলক্ষে।
এই সম্মেলনের তৃতীয় দিনে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা হবে পুরো কার্যক্রম। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে দেশের প্রযুক্তি অঙ্গনে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ড. ইউনূস তাঁর বক্তব্যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোকপাত করবেন। বিশেষত, দেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা এবং বিনিয়োগবান্ধব নীতিমালার অগ্রগতির বিষয়েও গুরুত্ব দেবেন তিনি।
চারদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দুই দিনেই চীন, কোরিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা কৃষি, তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়াও, কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
বিনিয়োগ সহজ করতে সরকার ইতোমধ্যে বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য প্রশাসনিক প্রক্রিয়া সরলীকরণ ও জ্বালানি নীতিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানিয়েছেন, “আমরা স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই অনুযায়ী তারা নিবন্ধন সম্পন্ন করেছে।”
আজকের দিনটি প্রযুক্তির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে, যেখানে বাংলাদেশের আকাশে যুক্ত হচ্ছে স্টারলিংকের মহাকাশনির্ভর ইন্টারনেট নেটওয়ার্ক। সম্মেলনস্থলে উপস্থিত অংশগ্রহণকারীরা সরাসরি এই সেবার অভিজ্ঞতা নিতে পারবেন, যা ভবিষ্যতের স্মার্ট কানেক্টিভিটির সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
স্টারলিংকের এই যাত্রা শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, বরং একটি ডিজিটাল বাংলাদেশ গঠনের পথে আরেকটি সাহসী পদক্ষেপ।