ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা

ইরানকে ট্রাম্পের দুই মাসের আল্টিমেটাম, নতুন চুক্তি না হলে সামরিক হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 31

ছবি: সংগৃহীত

 

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার পারদ আবারও চরমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে নতুন চুক্তিতে আসতে হবে ইরানকে। তা না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, ট্রাম্পের এই আল্টিমেটাম ইতোমধ্যেই তেহরানে কড়া বার্তা হিসেবে ধরা পড়েছে। যদিও চুক্তি কার্যকর হওয়ার সময়সীমা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে হুমকি স্পষ্ট—পরমাণু কর্মসূচি বন্ধে রাজি না হলে ইরানের পারমাণবিক অবকাঠামো হামলার মুখে পড়তে পারে।

ট্রাম্প প্রশাসন ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে নতুন চুক্তির কথা বলা হয়। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে তেহরানের।

ইরনা জানিয়েছে, ট্রাম্পের এই কড়া অবস্থানের ফলে ইরানে পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে জনসমর্থন বাড়ছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তারা কখনো পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেয়নি। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কিছু কট্টরপন্থি নেতা আত্মরক্ষার স্বার্থে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অবস্থান নিতে শুরু করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপীয় শক্তিগুলো ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ওয়াশিংটনও এর কূটনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধি করছে। তবে আন্তর্জাতিক চাপ মোকাবিলায় ইরানও নড়েচড়ে বসেছে। তারা চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করছে এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে।

এদিকে, ইরানের আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ট্রাম্পের চিঠিতে যে হুমকি ও সুযোগের উল্লেখ রয়েছে, তেহরান সেটি গভীরভাবে বিশ্লেষণ করছে। তবে ইরান নিজেদের অবস্থানে দৃঢ় থাকবে এবং প্রয়োজন হলে প্রতিরোধের পথেই হাঁটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

ইরানকে ট্রাম্পের দুই মাসের আল্টিমেটাম, নতুন চুক্তি না হলে সামরিক হামলা

আপডেট সময় ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার পারদ আবারও চরমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে নতুন চুক্তিতে আসতে হবে ইরানকে। তা না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, ট্রাম্পের এই আল্টিমেটাম ইতোমধ্যেই তেহরানে কড়া বার্তা হিসেবে ধরা পড়েছে। যদিও চুক্তি কার্যকর হওয়ার সময়সীমা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে হুমকি স্পষ্ট—পরমাণু কর্মসূচি বন্ধে রাজি না হলে ইরানের পারমাণবিক অবকাঠামো হামলার মুখে পড়তে পারে।

ট্রাম্প প্রশাসন ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে নতুন চুক্তির কথা বলা হয়। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে তেহরানের।

ইরনা জানিয়েছে, ট্রাম্পের এই কড়া অবস্থানের ফলে ইরানে পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে জনসমর্থন বাড়ছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তারা কখনো পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেয়নি। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কিছু কট্টরপন্থি নেতা আত্মরক্ষার স্বার্থে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অবস্থান নিতে শুরু করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপীয় শক্তিগুলো ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ওয়াশিংটনও এর কূটনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধি করছে। তবে আন্তর্জাতিক চাপ মোকাবিলায় ইরানও নড়েচড়ে বসেছে। তারা চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করছে এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে।

এদিকে, ইরানের আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ট্রাম্পের চিঠিতে যে হুমকি ও সুযোগের উল্লেখ রয়েছে, তেহরান সেটি গভীরভাবে বিশ্লেষণ করছে। তবে ইরান নিজেদের অবস্থানে দৃঢ় থাকবে এবং প্রয়োজন হলে প্রতিরোধের পথেই হাঁটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।