ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, উদ্ধার তৎপরতা চলছে গাইবান্ধায় বজ্রপাতে এক কৃষকের গরুর মৃত্যু দুর্নীতি কমলে দেশ দ্রুত এগোবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ গাজার অধিবাসীদের লিবিয়ায় স্থানান্তরের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের নতুন নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়ক পুলিশের বাধার মুখে সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাঁকড়া চাষের মাধ্যমে উপকূলের উন্নয়ন ও বিদেশে হচ্ছে রপ্তানি নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

লিবিয়া থেকে দেশে ফিরলেন অবৈধভাবে আটকে পড়া ১৭৬ বাংলাদেশি নাগরিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার ভোরে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সূত্র জানায়, ফ্লাইটটি আজ ভোর সোয়া ৪টার দিকে ঢাকায় এসে পৌঁছায়। এর মাধ্যমে তারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পান। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১৯ ও ২৬ মার্চ আরো দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিনের প্রচেষ্টার পর ১৭৬ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, আর বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

লিবিয়ায় কাজের সন্ধানে যাওয়া অনেক বাংলাদেশি জানিয়ে থাকেন যে, নানা ধরনের প্রতারণার শিকার হয়ে তারা দেশটিতে পৌঁছান এবং পরে সেখানে পাচারকারী চক্রের কবলে পড়েন। আইওএম ও বাংলাদেশ দূতাবাসের সমন্বিত প্রচেষ্টার ফলেই তারা ফিরে আসতে সক্ষম হয়েছেন।

এখন পর্যন্ত, ২০১৭ সাল থেকে প্রায় ৯ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফিরেছেন।

এই প্রক্রিয়া চালু থাকার পাশাপাশি লিবিয়া থেকে নিরাপদে দেশে ফেরার প্রক্রিয়া আরো ত্বরান্বিত করা হবে বলে জানানো হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা দেশবাসীকে এসব বিপদ থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন এবং আইনগতভাবে বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন অবৈধভাবে আটকে পড়া ১৭৬ বাংলাদেশি নাগরিক

আপডেট সময় ০৭:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

 

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার ভোরে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সূত্র জানায়, ফ্লাইটটি আজ ভোর সোয়া ৪টার দিকে ঢাকায় এসে পৌঁছায়। এর মাধ্যমে তারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পান। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১৯ ও ২৬ মার্চ আরো দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিনের প্রচেষ্টার পর ১৭৬ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, আর বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

লিবিয়ায় কাজের সন্ধানে যাওয়া অনেক বাংলাদেশি জানিয়ে থাকেন যে, নানা ধরনের প্রতারণার শিকার হয়ে তারা দেশটিতে পৌঁছান এবং পরে সেখানে পাচারকারী চক্রের কবলে পড়েন। আইওএম ও বাংলাদেশ দূতাবাসের সমন্বিত প্রচেষ্টার ফলেই তারা ফিরে আসতে সক্ষম হয়েছেন।

এখন পর্যন্ত, ২০১৭ সাল থেকে প্রায় ৯ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফিরেছেন।

এই প্রক্রিয়া চালু থাকার পাশাপাশি লিবিয়া থেকে নিরাপদে দেশে ফেরার প্রক্রিয়া আরো ত্বরান্বিত করা হবে বলে জানানো হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা দেশবাসীকে এসব বিপদ থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন এবং আইনগতভাবে বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।