ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু: শারমিন মুরশিদ চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার সব শ্রেণির মানুষের রক্ত-ঘামে জুলাই বিপ্লবের সাফল্য: আসিফ মাহমুদ ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

লিবিয়া থেকে দেশে ফিরলেন অবৈধভাবে আটকে পড়া ১৭৬ বাংলাদেশি নাগরিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার ভোরে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সূত্র জানায়, ফ্লাইটটি আজ ভোর সোয়া ৪টার দিকে ঢাকায় এসে পৌঁছায়। এর মাধ্যমে তারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পান। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১৯ ও ২৬ মার্চ আরো দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিনের প্রচেষ্টার পর ১৭৬ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, আর বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

লিবিয়ায় কাজের সন্ধানে যাওয়া অনেক বাংলাদেশি জানিয়ে থাকেন যে, নানা ধরনের প্রতারণার শিকার হয়ে তারা দেশটিতে পৌঁছান এবং পরে সেখানে পাচারকারী চক্রের কবলে পড়েন। আইওএম ও বাংলাদেশ দূতাবাসের সমন্বিত প্রচেষ্টার ফলেই তারা ফিরে আসতে সক্ষম হয়েছেন।

এখন পর্যন্ত, ২০১৭ সাল থেকে প্রায় ৯ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফিরেছেন।

এই প্রক্রিয়া চালু থাকার পাশাপাশি লিবিয়া থেকে নিরাপদে দেশে ফেরার প্রক্রিয়া আরো ত্বরান্বিত করা হবে বলে জানানো হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা দেশবাসীকে এসব বিপদ থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন এবং আইনগতভাবে বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন অবৈধভাবে আটকে পড়া ১৭৬ বাংলাদেশি নাগরিক

আপডেট সময় ০৭:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

 

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার ভোরে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সূত্র জানায়, ফ্লাইটটি আজ ভোর সোয়া ৪টার দিকে ঢাকায় এসে পৌঁছায়। এর মাধ্যমে তারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পান। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১৯ ও ২৬ মার্চ আরো দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিনের প্রচেষ্টার পর ১৭৬ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, আর বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

লিবিয়ায় কাজের সন্ধানে যাওয়া অনেক বাংলাদেশি জানিয়ে থাকেন যে, নানা ধরনের প্রতারণার শিকার হয়ে তারা দেশটিতে পৌঁছান এবং পরে সেখানে পাচারকারী চক্রের কবলে পড়েন। আইওএম ও বাংলাদেশ দূতাবাসের সমন্বিত প্রচেষ্টার ফলেই তারা ফিরে আসতে সক্ষম হয়েছেন।

এখন পর্যন্ত, ২০১৭ সাল থেকে প্রায় ৯ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফিরেছেন।

এই প্রক্রিয়া চালু থাকার পাশাপাশি লিবিয়া থেকে নিরাপদে দেশে ফেরার প্রক্রিয়া আরো ত্বরান্বিত করা হবে বলে জানানো হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা দেশবাসীকে এসব বিপদ থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন এবং আইনগতভাবে বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।