ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠক, ‘ব্যয় কমানো না গেলে দেউলিয়া হতে পারে যুক্তরাষ্ট্র’: ইলন মাস্ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 50

ছবি: সংগৃহীত

 

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে, তিনি কেন্দ্রীয় সরকারের খরচ ও জনবল ব্যাপকভাবে কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন, একদিকে যেখানে যুক্তরাষ্ট্রের দেউলিয়া হওয়ার ঝুঁকি বাড়ছে, সেখানে আরেকদিকে ইলন মাস্ক সতর্ক করেছেন, খরচ না কমালে দেশটি অর্থনৈতিক সঙ্কটে পড়বে।

এ বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হয়, যখন মার্চের মধ্যেই কেন্দ্রীয় সংস্থাগুলোর পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশনা এসেছে, যার মধ্যে বিশাল আকারে জনশক্তি কমানোর পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা প্রস্তাবিত সরকারি নথিতে ‘বৃহৎ জনশক্তি হ্রাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা প্রেসিডেন্টের প্রশাসনিক পুনর্গঠনের লক্ষ্যের অংশ।

ইলন মাস্ক, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী, বৈঠকে যোগ দিয়ে বলেন, “২ লাখ কোটি ডলার ঘাটতি বয়ে বেড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। জাতীয় ঋণের ওপর সুদ, প্রতিরক্ষা খাতে খরচসহ এটা দেশের জন্য মারাত্মক হতে পারে।” তিনি আরও জানান, সরকারের ১ লাখ কোটি ডলারের ঘাটতি কমানোর লক্ষ্য নিয়েছেন, যাতে আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন ৪০০ কোটি ডলার বাঁচানো সম্ভব হয়।

এদিকে, ট্রাম্প মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক লি জেলডিনের কর্মী ছাঁটাই পরিকল্পনার প্রশংসা করেন। তবে, মাস্ক এ বিষয়ে আরও বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ভালো কাজ করা কর্মীদের রাখা হবে, তবে কমসংখ্যক কর্মী নিয়ে কাজ চলবে।

এ বৈঠকেই ট্রাম্প ইউক্রেনের জন্য পাঠানো সহায়তার অর্থ পুনরুদ্ধারের দাবিতে কিছু ভুল দাবি করেন, যা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সঠিক করে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠক, ‘ব্যয় কমানো না গেলে দেউলিয়া হতে পারে যুক্তরাষ্ট্র’: ইলন মাস্ক

আপডেট সময় ০১:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে, তিনি কেন্দ্রীয় সরকারের খরচ ও জনবল ব্যাপকভাবে কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন, একদিকে যেখানে যুক্তরাষ্ট্রের দেউলিয়া হওয়ার ঝুঁকি বাড়ছে, সেখানে আরেকদিকে ইলন মাস্ক সতর্ক করেছেন, খরচ না কমালে দেশটি অর্থনৈতিক সঙ্কটে পড়বে।

এ বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হয়, যখন মার্চের মধ্যেই কেন্দ্রীয় সংস্থাগুলোর পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশনা এসেছে, যার মধ্যে বিশাল আকারে জনশক্তি কমানোর পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা প্রস্তাবিত সরকারি নথিতে ‘বৃহৎ জনশক্তি হ্রাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা প্রেসিডেন্টের প্রশাসনিক পুনর্গঠনের লক্ষ্যের অংশ।

ইলন মাস্ক, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী, বৈঠকে যোগ দিয়ে বলেন, “২ লাখ কোটি ডলার ঘাটতি বয়ে বেড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। জাতীয় ঋণের ওপর সুদ, প্রতিরক্ষা খাতে খরচসহ এটা দেশের জন্য মারাত্মক হতে পারে।” তিনি আরও জানান, সরকারের ১ লাখ কোটি ডলারের ঘাটতি কমানোর লক্ষ্য নিয়েছেন, যাতে আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন ৪০০ কোটি ডলার বাঁচানো সম্ভব হয়।

এদিকে, ট্রাম্প মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক লি জেলডিনের কর্মী ছাঁটাই পরিকল্পনার প্রশংসা করেন। তবে, মাস্ক এ বিষয়ে আরও বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ভালো কাজ করা কর্মীদের রাখা হবে, তবে কমসংখ্যক কর্মী নিয়ে কাজ চলবে।

এ বৈঠকেই ট্রাম্প ইউক্রেনের জন্য পাঠানো সহায়তার অর্থ পুনরুদ্ধারের দাবিতে কিছু ভুল দাবি করেন, যা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সঠিক করে দেন।