মধ্যপ্রাচ্য
ফিলিস্তিন বিক্রির জন্য নয়: প্রেসিডেন্ট আব্বাসের দৃঢ় বার্তা
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্পষ্টভাবে জানিয়েছেন, “ফিলিস্তিন বিক্রির জন্য নয়।” তিনি ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির যেকোনো প্রস্তাবকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেন।
বুধবার পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহর কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে আব্বাস এই মন্তব্য করেন। তিনি আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনের কঠোর অবস্থান তুলে ধরেন। “ফিলিস্তিন বিক্রির জন্য নয়। গাজা, পশ্চিম তীর বা জেরুজালেমের কোনো অংশই ছেড়ে দেওয়া হবে না,” বলেন তিনি।
আফ্রিকার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সময়, আব্বাস বলেন, “ফিলিস্তিনিরা তাদের ভূমি থেকে বিতাড়িত হতে পারে না। আমরা আমাদের অধিকারের জন্য সংগ্রাম করব।” তিনি আরও উল্লেখ করেন, ফিলিস্তিন সংকটের সমাধান আন্তর্জাতিক আইন ও আরব শান্তি উদ্যোগের মাধ্যমে হতে হবে। ২০০২ সালে বৈরুত সম্মেলনে গৃহীত আরব শান্তি পরিকল্পনা অনুযায়ী, ১৯৬৭ সালের সীমানার মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ছিলেন তিনি, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এর বিনিময়ে আরব রাষ্ট্রগুলো ইসরাইলকে স্বীকৃতি দেবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের সময়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ যে বিবৃতি দিয়েছেন, তা সমর্থন করেন আব্বাস। বিন জায়েদ বলেন, ফিলিস্তিনি জনগণকে স্থানচ্যুত করার যেকোনো চেষ্টা তাঁর দেশ মেনে নেবে না এবং গাজার পুনর্গঠনকে শান্তি প্রতিষ্ঠার সাথে যুক্ত করতে হবে।
প্রেসিডেন্ট আব্বাসের এই দৃঢ় বক্তব্য বর্তমানে আন্তর্জাতিক সমাজে ফিলিস্তিন সংকটের প্রতি নতুনভাবে মনোযোগ আকর্ষণ করেছে। তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে, ফিলিস্তিনিদের ভূখণ্ড ও স্বাধিকার কোনোভাবেই বিক্রি বা ছাড় করা হবে না।