ইসরাইলের বিরুদ্ধে ১০০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি এরদোয়ানের

- আপডেট সময় ০৫:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 33
গাজায় চলমান ইসরাইলি হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান ইসরাইলের কাছে ১০০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি বলেছেন, এই অর্থ দিয়ে গাজার পুনর্গঠন করা উচিত, যেখানে ইসরাইল ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কুয়ালালামপুরে এক বৈঠকের পর এরদোয়ান বলেন, “নেতানিয়াহু কেন, কেউই ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে পারবে না। বরং নেতানিয়াহুর উচিত ১০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদান করা, যাতে গাজাবাসী ধ্বংসস্তূপ থেকে নতুন জীবন গড়ে তুলতে পারে।”
তিনি আরও বলেন, “নেতানিয়াহুকে গাজাবাসির জন্য নতুন কোনও জায়গা খোঁজার দরকার নেই। বরং এই ১০০ বিলিয়ন ডলার কোথা থেকে আসবে, সেটাই খুঁজে বের করা তার প্রথম কাজ হওয়া উচিত।”
এরদোয়ান সবসময়ই ফিলিস্তিন ইস্যুতে সরব ছিলেন, তবে এবারের দাবিটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তুরস্কের এই অবস্থান ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গাজায় ইসরাইলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে এরদোয়ানের এই দাবি নতুন করে ইসরাইলের যুদ্ধনীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে।