ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

ইসরায়েলি কারাগার থেকে ১৮৩ ফিলিস্তিনি বন্দির মুক্তি: শান্তির আশায় নতুন পদক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 32

ছবি: সংগৃহীত

 

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি, শনিবার, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেতে চলেছেন আরও ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির আওতায় এই বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।

ফিলিস্তিনি বন্দিদের অফিসিয়াল দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এসব বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন, ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সাজা ছিল এবং বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল। প্রথমে ৯০ জন বন্দির মুক্তির ঘোষণা দেওয়া হলেও পরে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৮৩ জনে পৌঁছেছে।

ফিলিস্তিনি বন্দিদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ জানান, শনিবার দখলদার ইসরায়েল ১৮৩ জন বন্দিকে মুক্তি দেওয়ার কথা নিশ্চিত করেছে। অন্যদিকে, হামাসও জানায় যে তারা তিনজন বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে দুজন মার্কিন নাগরিক রয়েছেন। হামাসের মুখপাত্র আবু ওবায়দা এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ইয়ারদেন বিবাস, কেইথ সেইগেল এবং ওফার কালদেরনকে মুক্তি দেওয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার, হামাস থাইল্যান্ডের পাঁচজন ও তিনজন ইসরায়েলি নাগরিকসহ মোট আটজনকে মুক্তি দেয়। এছাড়া, ইসরায়েলি কারাগার থেকে ১১০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। যদিও, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথমে মুক্তির বিষয়টি বিলম্বিত করেছিলেন।

এদিকে, গাজায় চলমান যুদ্ধের পরে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই শান্তিপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে, প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস। বিনিময়ে, শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি কারাগার থেকে ১৮৩ ফিলিস্তিনি বন্দির মুক্তি: শান্তির আশায় নতুন পদক্ষেপ

আপডেট সময় ০১:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

 

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি, শনিবার, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেতে চলেছেন আরও ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির আওতায় এই বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।

ফিলিস্তিনি বন্দিদের অফিসিয়াল দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এসব বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন, ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সাজা ছিল এবং বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল। প্রথমে ৯০ জন বন্দির মুক্তির ঘোষণা দেওয়া হলেও পরে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৮৩ জনে পৌঁছেছে।

ফিলিস্তিনি বন্দিদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ জানান, শনিবার দখলদার ইসরায়েল ১৮৩ জন বন্দিকে মুক্তি দেওয়ার কথা নিশ্চিত করেছে। অন্যদিকে, হামাসও জানায় যে তারা তিনজন বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে দুজন মার্কিন নাগরিক রয়েছেন। হামাসের মুখপাত্র আবু ওবায়দা এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ইয়ারদেন বিবাস, কেইথ সেইগেল এবং ওফার কালদেরনকে মুক্তি দেওয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার, হামাস থাইল্যান্ডের পাঁচজন ও তিনজন ইসরায়েলি নাগরিকসহ মোট আটজনকে মুক্তি দেয়। এছাড়া, ইসরায়েলি কারাগার থেকে ১১০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। যদিও, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথমে মুক্তির বিষয়টি বিলম্বিত করেছিলেন।

এদিকে, গাজায় চলমান যুদ্ধের পরে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই শান্তিপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে, প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস। বিনিময়ে, শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।