আন্তর্জাতিক
তালেবান ক্ষমতা গ্রহণের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কাবুল সফর
তালেবানের শাসন পুনঃপ্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আফগানিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। কাবুলে তাঁর এই সফরকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কাবুলে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন আরাগছি। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত, আফগানিস্তানের বর্তমান সংকট এবং ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়া, আফগানিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়েও মতবিনিময় হয়েছে। ইরান ও আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন আরও গভীর করার বিষয়টিও আলোচনায় এসেছে বলে সূত্র জানিয়েছে।