পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে
- আপডেট সময় ১২:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 40
সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দক্ষিণ এশীয় প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে। শুক্রবার গভীর রাতে সীমান্তে তীব্র গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষ শুরুর করার জন্য একে অপরকে দায়ী করেছে দুই দেশ। খবর আল জাজিরার।
সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালায়। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র আফগান বাহিনীর বিরুদ্ধে চামান সীমান্তে ‘উসকানি ছাড়াই গুলিবর্ষণ’ করার অভিযোগ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান তার ভূখণ্ডের অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ।’
সীমান্তে আফগানবাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১০ টা ৩০ মিনিটের দিকে গুলি বিনিময় শুরু হয় এবং প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়।


















