শিরোনাম :
গোলান মালভূমিতে ইসরায়েলের দখল অবৈধ ঘোষণা করলো জাতিসংঘ
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 58
জাতিসংঘ সাধারণ পরিষদ সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের অবস্থানকে আন্তর্জাতিক আইনের বিরোধী ও অবৈধ হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব পাস করেছে।
ভোটের ফলাফলে দেখা যায়, ১২৩টি দেশ প্রস্তাবের পক্ষে ছিল, ৭টি দেশ বিরোধিতা করে এবং ৪১টি দেশ বিরত থাকে। বিরোধিতা করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ আরও পাঁচ দেশ।
প্রস্তাবে বলা হয়েছে, ১৯৮১ সাল থেকে গোলান মালভূমিতে ইসরায়েলের দখল কোনোভাবেই বৈধ নয়। ইসরায়েলকে অবিলম্বে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তে ফিরে যেতে হবে।
পাশাপাশি সিরিয়া ও লেবানন এ দুই দিকেই শান্তি আলোচনা পুনরায় শুরু করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, বিরোধিতা করা সাতটি দেশ হলো- ইসরায়েল, যুক্তরাষ্ট্র, পালাউ, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে, মাইক্রোনেশিয়া ও টোঙ্গা।




















