শিরোনাম :
মাদুরোকে তাৎক্ষণিক পদত্যাগের বিনিময়ে সেফ এক্সিটের প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 20
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ ছাড়ার জন্য নিরাপদ পথ (safe passage) দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে শর্ত ছিল—তিনি যেন সাথে সাথেই ক্ষমতা ছাড়েন এবং পরিবারসহ দেশের বাইরে চলে যান।
প্রস্তাবে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ছেলে পর্যন্ত নিরাপদভাবে দেশত্যাগের নিশ্চয়তাও দেওয়া হয়েছিল।
তবে মাদুরো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের শর্তের বদলে তিনটি বড় দাবি তুলে ধরেন—
১. বিশ্বব্যাপী পূর্ণ ক্ষমা,
২. ভেনেজুয়েলা সামরিক বাহীর ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা,
৩. পদত্যাগের জন্য অতিরিক্ত সময়।
কিন্তু ওয়াশিংটন এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করে জানায়, আলোচনার একমাত্র গ্রহণযোগ্য পথ হলো মাদুরোর তাত্ক্ষণিক পদত্যাগ ও প্রস্থান।












