ইসরায়েলের কারাগার থেকে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি
ইসরায়েল কর্তৃপক্ষ যুদ্ধবিরতির শর্ত মেনে ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। গতকাল রোববার মুক্তিপ্রাপ্তদের মধ্যে নারী ও শিশুরাই ছিলেন।
মুক্তিপ্রাপ্তদের একজন, খালিদা জাররার, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা এবং সাবেক পার্লামেন্ট সদস্য। দীর্ঘদিন নির্জন কারাগারে বন্দী থাকার পর তাঁর শীর্ণ চেহারা দেখে সবাই মর্মাহত।
মুক্তিপ্রাপ্ত শিশুদের অনেকেই ইসরায়েলি সেনাদের ওপর পাথর ছোড়ার অভিযোগে আটক ছিল। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, প্রশাসনিক আটক নীতির মাধ্যমে ইসরায়েল সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বহু ফিলিস্তিনিকে কারাগারে আটকে রাখে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য মতে, বর্তমানে ইসরায়েলের কারাগারে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দী। গাজার যুদ্ধের সময় আটক করা মানুষের প্রকৃত সংখ্যা এখনো অজানা।
এদিকে যুদ্ধবিরতির পর গাজা থেকে ইসরায়েলে ফিরতে শুরু করেছেন হামাসের জিম্মিরা। প্রথম দফায় তিনজন জিম্মি মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।