হুথিদের নতুন নৌ ক্রুজ মিসাইল ‘সাইয়াদ’, লোহিত সাগরে নতুন গেম চেঞ্জার

- আপডেট সময় ০২:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 5
ইসরায়েলের বিরুদ্ধে চলমান অভিযানে লোহিত সাগর ও আরব সাগরে শত্রুদের প্রবেশ বন্ধ করতে বড় শক্তি বাড়াল হুথিরা। তারা আনুষ্ঠানিকভাবে পরিষেবায় এনেছে নতুন নৌ ক্রুজ মিসাইল ‘সাইয়াদ’, যার অর্থ ‘শিকারি’।
রিপোর্ট অনুযায়ী, সাইয়াদের বৈশিষ্ট্যগুলো হলো:
– ৮০০ কিলোমিটার পর্যন্ত পাল্লা,
– সাবসনিক গতি (ম্যাক ০.৭-০.৯)
– ৩০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করার ক্ষমতা
– চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানার উচ্চ নির্ভুলতা
– সি-স্কিমিং প্রযুক্তি, খুব নিচু উচ্চতায় উড়তে পারে, যার ফলে রাডারে ধরা পড়া কঠিন
– সলিড ফুয়েল রকেট বুস্টার,
– দ্রুত মোতায়েন ও উৎক্ষেপণযোগ্য
– শত্রু রাডার এড়িয়ে চলার প্রযুক্তি (বিস্তারিত অজানা)
– স্যাটেলাইট ও ইনারশিয়াল গাইডেন্স সিস্টেম
– হুথি নিয়ন্ত্রিত যেকোনো স্থল থেকে উৎক্ষেপণযোগ্য,
– পশ্চিম ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছাতে সক্ষম
– এই মিসাইল মূলত স্থলভিত্তিক, তবে সমুদ্রভিত্তিক সংস্করণও উন্নয়নের অধীনে রয়েছে।