সাইবার সিকিউরিটিখাতে এ বছরের সবচেয়ে বড় ডিল – ইসরায়েলি কোম্পানি বিক্রি হচ্ছে ২৫ বিলিয়ন ডলারে

- আপডেট সময় ০৪:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 1
ভারতীয় CEO নিকেশ অরোরার নেতৃত্বে
যুক্তরাষ্ট্রভিত্তিক Palo Alto Networks ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলি সাইবার নিরাপত্তা কোম্পানি CyberArk-কে ২৫ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে— যা সাইবার সিকিউরিটি খাতে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম অধিগ্রহণ।
কিন্তু এই চুক্তি নিয়ে প্রশ্ন উঠছে— কেন একের পর এক ইসরায়েলি সাইবার কোম্পানি এত উচ্চমূল্যে কিনে নিচ্ছে পশ্চিমা টেক জায়ান্টরা?
CyberArk-এর প্রতিষ্ঠাতা ও শীর্ষ কর্মকর্তারা সবাই ইসরায়েলের berkhato berkhato সেনা গোয়েন্দা সংস্থা Unit 8200 থেকে আসা—যেটি মূলত সাইবার গোয়েন্দাগিরি, নজরদারি এবং হ্যাকিংয়ে পারদর্শী। গাযা গণহত্যায় এদের ভূমিকা সিংহভাগ।
এর আগে Google Wiz নামে আরেক ইসরায়েলি কোম্পানি ৩২ বিলিয়ন ডলারে কিনেছিল, যার পেছনেও ছিল Unit 8200-এর সাবেক কর্মকর্তারা। তার সাথেও জুড়ে আছে বাধাহীন যুদ্ধাপরাধের অভিযোগ
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অধিগ্রহণের মাধ্যমে ইসরায়েল শুধু অর্থনৈতিকভাবে নয়, গোয়েন্দা ও সাইবার ক্ষমতার দিক থেকেও বৈশ্বিক প্রযুক্তি নেটওয়ার্কে নিজেদের শক্তি পোক্ত করছে।