মৃত্যু উপত্যকা গাজা : অনাহারে একদিনে প্রাণ গেল ১৫ জনের

- আপডেট সময় ০৬:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 5
এক মৃত্যু উপত্যকা গাজা। খাবারের অভাবে প্রাণ যাচ্ছে মানুষের। লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পুরো গাজা। এমনকি ত্রাণ সরবরাহ কেন্দ্রগুলোর ওপর অব্যাহত রয়েছে ইসরায়েলের অবরোধ। যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত সাহায্য কেন্দ্রগুলোতে খাবার খুঁজতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। সেখানে দেখা দিয়েছে চরম মানবিক সংকট। এর মধ্যেই অনাহারে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রক।
মঙ্গলবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টির কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন শিশুও রয়েছে।
এতে আরও বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত গাজায় অনাহারে ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮০ জন শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে সামরিক আগ্রাসনের পাশাপাশি ‘ক্ষুধা নীতি’ অনুসরণ করে মানবিক দুর্যোগকে আরও গভীর করেছে তারা।