ভারতীয় এয়ারলাইন্সে ফের বিপত্তি, রিয়াদ-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ

- আপডেট সময় ০২:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 5
ভারতের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছে। সর্বশেষ, রিয়াদ থেকে দিল্লিগামী একটি ফ্লাইটকে জরুরি অবতরণ করতে হয়েছে জয়পুরে। সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ফ্লাইটটিকে জয়পুরের দিকে ঘুরিয়ে আনা হয়েছে, তা এখনো জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই৯২৬ ফ্লাইটটি রিয়াদ থেকে বিকেল ৫টার কিছু পরে উড্ডয়ন করে এবং রাত ১টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু মাঝপথে সেটিকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।
এর মাত্র এক সপ্তাহ আগেই টোকিও থেকে দিল্লিগামী আরেকটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেটিকে কলকাতায় ঘুরিয়ে আনতে বাধ্য হয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পরে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যথাযথ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
ফ্লাইট চলাকালে যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি।
এরও আগে জুন মাসে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে মাঝ আকাশে বোমা হুমকির তথ্য পাওয়া গেলে সেটিকেও রিয়াদে অবতরণ করতে হয়। পরবর্তীতে রিয়াদ বিমানবন্দরে তল্লাশি চালিয়ে কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়নি, এবং সব যাত্রী নিরাপদে ছিলেন বলে জানানো হয়।
ক্রমাগত এ ধরনের ঘটনার কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় বিমান পরিবহন খাতের সাম্প্রতিক এই ধারাবাহিক সমস্যাগুলো নিয়েই নানা প্রশ্ন উঠছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও এসব ঘটনার পর দ্রুত কারিগরি ত্রুটি চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছে।
তবে বারবার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের আস্থা টিকিয়ে রাখতে বিমান সংস্থাগুলোর আরও দায়িত্বশীল এবং সতর্ক পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।