ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু: শারমিন মুরশিদ চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার সব শ্রেণির মানুষের রক্ত-ঘামে জুলাই বিপ্লবের সাফল্য: আসিফ মাহমুদ ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু টেকনাফে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার

তানভীরের স্পিন ঘুর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

 

জয়ের সূত্র সহজ। টস জিতে ব্যাট হাতে দেখেশুনে রান তুলো, আর বল হাতে নিশানা রাখো স্টাম্পে। শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডের পর একই ছকে প্রেমাদাসা স্টেডিয়ামেও জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম, যার ৫ উইকেটেই মূল পার্থক্য তৈরি হয়েছে ১৬ রানের এই জয়ে।

তবে এই জয়ের ভিত রচনা করেছিলেন সেই তরুণ ক্রিকেটাররা, যারা ২০২০ যুব বিশ্বকাপে বাংলাদেশকে শিরোপা এনে দিয়েছিলেন।

যদিও ম্যাচের শেষ দিকে শ্রীলঙ্কার লিয়ানাগের দুর্দান্ত ব্যাটিং দেখে মনে হয়েছিল, ম্যাচসেরার মঞ্চটা তারই জন্য বরাদ্দ হবে। শ্রীলঙ্কার কোচ সনাথ জয়াসুরিয়াও আগের দিন সম্ভাবনাময় খেলোয়াড়দের তালিকায় লিয়ানাগের নাম রেখেছিলেন। ২৫ ওয়ানডেতে ৪ সেঞ্চুরির মালিক এই ব্যাটার এদিনও খেলেছিলেন অনবদ্য ৫০ রানের ইনিংস। তবে মুস্তাফিজুর রহমান শেষ ওভারে লিয়ানাগের মহামূল্য উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের পথ দেখান। এরপর দুশমন্তা চামিরাকে আউট করে আনুষ্ঠানিকভাবে ম্যাচের সমাপ্তি টানেন তানজিম হাসান সাকিব।

তানজিমের উদযাপনে বাংলাদেশের জয় ছিল আরও রোমাঞ্চকর। তার নাম জড়িয়ে ছিল হৃদয়ের রান আউটের ঘটনায়, তবে ২১ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস সেই আক্ষেপ অনেকটাই মুছে দিয়েছে। বোলিংয়েও নিয়েছেন দুই উইকেট, যার ফলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার অবদানকে জয়প্রেরণা বলে উল্লেখ করেছেন।

তানভিরকে একাদশে রেখে রিশাদ হোসেনকে বসিয়ে রাখার কৌশল নিয়েও আলোচনা ছিল। যদিও প্রথম ম্যাচে রিশাদ অসুস্থ ছিলেন, এবারও সুস্থ থাকার পরও তাকে বাইরে রাখা বিস্ময়ের জন্ম দিয়েছে। তবে প্রেমাদাসার উইকেটে সোজা বল ফেলে স্পিনারদের সাফল্যের সম্ভাবনা বেশি সেটিই প্রমাণ করেছেন তানভির।

তবে মিরাজ সংবাদ সম্মেলনে শামীম হোসেনের খণ্ডকালীন স্পিনেরও প্রশংসা করেছেন। ৯ ওভারে মাত্র ২২ রান দিয়ে ১ উইকেট নেওয়া শামীম গুরুত্বপূর্ণ সময়ে চারিথ আসালঙ্কার উইকেট তুলে নিয়ে দলকে স্বস্তি দেন।

টানা ৭ ম্যাচ হারের পর এই জয় বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। পারভেজ হোসেনের উড়ন্ত শুরু, মাঝপথে ব্যাটিং ব্যর্থতা, সবকিছুর পরও ২৪৮ রানের লড়াকু সংগ্রহ এনে দেওয়া এক বড় প্রাপ্তি। শেষদিকে তানজিমের ছোট্ট ইনিংসও ছিল ম্যাচের রূপ বদলে দেওয়ার মতো।

এই জয় সিরিজে বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছে, পাশাপাশি দিয়েছে আত্মবিশ্বাসের জ্বালানি যা পাল্লেকেলেতে নির্ধারণী ম্যাচের আগে মিরাজদের ভীষণ প্রয়োজন। ৫ ম্যাচ পর নিজেও উইকেটের দেখা পেয়েছেন অধিনায়ক, অধিনায়কত্বেও এটিই তার প্রথম জয় যা নিঃসন্দেহে দলের মনোবলকে আরও শক্ত করবে।

নিউজটি শেয়ার করুন

তানভীরের স্পিন ঘুর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

আপডেট সময় ১০:০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

 

 

জয়ের সূত্র সহজ। টস জিতে ব্যাট হাতে দেখেশুনে রান তুলো, আর বল হাতে নিশানা রাখো স্টাম্পে। শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডের পর একই ছকে প্রেমাদাসা স্টেডিয়ামেও জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম, যার ৫ উইকেটেই মূল পার্থক্য তৈরি হয়েছে ১৬ রানের এই জয়ে।

তবে এই জয়ের ভিত রচনা করেছিলেন সেই তরুণ ক্রিকেটাররা, যারা ২০২০ যুব বিশ্বকাপে বাংলাদেশকে শিরোপা এনে দিয়েছিলেন।

যদিও ম্যাচের শেষ দিকে শ্রীলঙ্কার লিয়ানাগের দুর্দান্ত ব্যাটিং দেখে মনে হয়েছিল, ম্যাচসেরার মঞ্চটা তারই জন্য বরাদ্দ হবে। শ্রীলঙ্কার কোচ সনাথ জয়াসুরিয়াও আগের দিন সম্ভাবনাময় খেলোয়াড়দের তালিকায় লিয়ানাগের নাম রেখেছিলেন। ২৫ ওয়ানডেতে ৪ সেঞ্চুরির মালিক এই ব্যাটার এদিনও খেলেছিলেন অনবদ্য ৫০ রানের ইনিংস। তবে মুস্তাফিজুর রহমান শেষ ওভারে লিয়ানাগের মহামূল্য উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের পথ দেখান। এরপর দুশমন্তা চামিরাকে আউট করে আনুষ্ঠানিকভাবে ম্যাচের সমাপ্তি টানেন তানজিম হাসান সাকিব।

তানজিমের উদযাপনে বাংলাদেশের জয় ছিল আরও রোমাঞ্চকর। তার নাম জড়িয়ে ছিল হৃদয়ের রান আউটের ঘটনায়, তবে ২১ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস সেই আক্ষেপ অনেকটাই মুছে দিয়েছে। বোলিংয়েও নিয়েছেন দুই উইকেট, যার ফলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার অবদানকে জয়প্রেরণা বলে উল্লেখ করেছেন।

তানভিরকে একাদশে রেখে রিশাদ হোসেনকে বসিয়ে রাখার কৌশল নিয়েও আলোচনা ছিল। যদিও প্রথম ম্যাচে রিশাদ অসুস্থ ছিলেন, এবারও সুস্থ থাকার পরও তাকে বাইরে রাখা বিস্ময়ের জন্ম দিয়েছে। তবে প্রেমাদাসার উইকেটে সোজা বল ফেলে স্পিনারদের সাফল্যের সম্ভাবনা বেশি সেটিই প্রমাণ করেছেন তানভির।

তবে মিরাজ সংবাদ সম্মেলনে শামীম হোসেনের খণ্ডকালীন স্পিনেরও প্রশংসা করেছেন। ৯ ওভারে মাত্র ২২ রান দিয়ে ১ উইকেট নেওয়া শামীম গুরুত্বপূর্ণ সময়ে চারিথ আসালঙ্কার উইকেট তুলে নিয়ে দলকে স্বস্তি দেন।

টানা ৭ ম্যাচ হারের পর এই জয় বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। পারভেজ হোসেনের উড়ন্ত শুরু, মাঝপথে ব্যাটিং ব্যর্থতা, সবকিছুর পরও ২৪৮ রানের লড়াকু সংগ্রহ এনে দেওয়া এক বড় প্রাপ্তি। শেষদিকে তানজিমের ছোট্ট ইনিংসও ছিল ম্যাচের রূপ বদলে দেওয়ার মতো।

এই জয় সিরিজে বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছে, পাশাপাশি দিয়েছে আত্মবিশ্বাসের জ্বালানি যা পাল্লেকেলেতে নির্ধারণী ম্যাচের আগে মিরাজদের ভীষণ প্রয়োজন। ৫ ম্যাচ পর নিজেও উইকেটের দেখা পেয়েছেন অধিনায়ক, অধিনায়কত্বেও এটিই তার প্রথম জয় যা নিঃসন্দেহে দলের মনোবলকে আরও শক্ত করবে।