কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফের সমন্বিত সন্ত্রাসী হামলা, নিহত ৩

- আপডেট সময় ১০:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / 11
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত তৃতীয় বৃহত্তম শহর ক্যালি এবং আশপাশের কয়েকটি শহরে একযোগে বিস্ফোরণ ও গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) সংঘটিত এই সহিংসতাকে পুলিশ একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ক্যালি ছাড়াও পার্শ্ববর্তী শহর করিন্টোসহ বিভিন্ন এলাকায় পুলিশ স্টেশন ও পৌর ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। করিন্টো শহরে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়ে পাশের পৌর ভবনটি আংশিক ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থল থেকে এএফপির একজন সাংবাদিক গাড়ির জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখতে পান।
দেশটির পুলিশপ্রধান কার্লোস ফার্নান্দো ত্রিয়ানা স্থানীয় রেডিও চ্যানেল লা এফএম-কে জানান, হামলায় গাড়িবোমা, মোটরসাইকেলবোমা, রাইফেলের গুলি এবং ড্রোন ব্যবহৃত হয়েছে। এতে নিহত হন দুই পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক।
যদিও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে পুলিশের ধারণা, একসময়ের শক্তিশালী বিদ্রোহী সংগঠন ফার্ক থেকে বিচ্ছিন্ন হওয়া সশস্ত্র গেরিলারা এর পেছনে থাকতে পারে। ত্রিয়ানা ইঙ্গিত দেন, এই হামলাগুলো ‘মাইমবু’ নামে পরিচিত ফার্ক বিচ্ছিন্নতাবাদী নেতা লেইডার জোহানি নস্কুয়ের হত্যার তৃতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে সংগঠিত হতে পারে।
এই হামলার মাত্র কয়েক দিন আগে রাজধানী বোগোতায় প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিবের ওপর গুলিচালানোর চেষ্টা হয়। গত শনিবার (৭ জুন) এক নির্বাচনী প্রচারণার সময় মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর তার মাথায় কাছ থেকে গুলি চালায়। সৌভাগ্যবশত উরিবে প্রাণে বেঁচে যান, তবে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এই ধারাবাহিক হামলাগুলো কলম্বিয়ার নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। দেশটির আশির ও নব্বইয়ের দশকের মাদকচক্র-পরিচালিত সহিংসতা এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের অন্ধকার অধ্যায় যেন আবার ফিরে আসছে বলে অনেকেই আশঙ্কা করছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই সহিংসতা কলম্বিয়ার চলমান শান্তি প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলতে পারে।