০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
শিরোনাম :
হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথি বাহিনীর অভিযান, আটক ২০ কর্মী হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ১৫০ ছাড়ালো, বাস্তুচ্যুত ৩ হাজারের বেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 38

ছবি সংগৃহীত

 

 

নাইজেরিয়ার নাইজার রাজ্যে চলতি সপ্তাহে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ জন। বন্যার প্রভাবে বাস্তুচ্যুত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। ভেঙে গেছে ২৫০টিরও বেশি বাড়িঘর এবং দুটি সেতু। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নাইজার রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনএসইএমএ) মুখপাত্র ইব্রাহিম আউদু হুসেইনি।

বিজ্ঞাপন

তিনি জানান, বন্যার কেন্দ্রস্থল মোকওয়া শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নতুন করে আরও কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আরও মরদেহ উদ্ধার হতে পারে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হুসেইনি আরও জানান, আকস্মিক এই দুর্যোগে অন্তত ৩ হাজার মানুষ ঘরহারা হয়েছেন। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকলেও দুর্গম এলাকা ও বিধ্বস্ত সেতুর কারণে কাজ ব্যাহত হচ্ছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এক বিবৃতিতে বলেন, “উদ্ধার অভিযান চলছে। দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত মোকওয়ায় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।”

তিনি জানান, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা প্রবল বর্ষণের ফলেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবারের বন্যায় রাজধানী আবুজা থেকে ৩৫০ কিলোমিটারেরও বেশি দূরের মোকওয়া শহরের বহু ভবন ধসে পড়ে এবং শহরের অধিকাংশ রাস্তা পানিতে তলিয়ে যায়।

সরকারি সূত্র বলছে, মোকওয়াসহ আশপাশের এলাকার স্বাস্থ্য ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ পানির অভাবে সংক্রমণ রোগের ঝুঁকি বাড়ছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে জরুরি মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। নাইজারে এমন ভয়াবহ বন্যা গত কয়েক বছরের মধ্যে অন্যতম বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ১৫০ ছাড়ালো, বাস্তুচ্যুত ৩ হাজারের বেশি

আপডেট সময় ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

 

 

নাইজেরিয়ার নাইজার রাজ্যে চলতি সপ্তাহে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ জন। বন্যার প্রভাবে বাস্তুচ্যুত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। ভেঙে গেছে ২৫০টিরও বেশি বাড়িঘর এবং দুটি সেতু। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নাইজার রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনএসইএমএ) মুখপাত্র ইব্রাহিম আউদু হুসেইনি।

বিজ্ঞাপন

তিনি জানান, বন্যার কেন্দ্রস্থল মোকওয়া শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নতুন করে আরও কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আরও মরদেহ উদ্ধার হতে পারে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হুসেইনি আরও জানান, আকস্মিক এই দুর্যোগে অন্তত ৩ হাজার মানুষ ঘরহারা হয়েছেন। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকলেও দুর্গম এলাকা ও বিধ্বস্ত সেতুর কারণে কাজ ব্যাহত হচ্ছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এক বিবৃতিতে বলেন, “উদ্ধার অভিযান চলছে। দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত মোকওয়ায় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।”

তিনি জানান, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা প্রবল বর্ষণের ফলেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবারের বন্যায় রাজধানী আবুজা থেকে ৩৫০ কিলোমিটারেরও বেশি দূরের মোকওয়া শহরের বহু ভবন ধসে পড়ে এবং শহরের অধিকাংশ রাস্তা পানিতে তলিয়ে যায়।

সরকারি সূত্র বলছে, মোকওয়াসহ আশপাশের এলাকার স্বাস্থ্য ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ পানির অভাবে সংক্রমণ রোগের ঝুঁকি বাড়ছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে জরুরি মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। নাইজারে এমন ভয়াবহ বন্যা গত কয়েক বছরের মধ্যে অন্যতম বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।