ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজায় অভিযানে আরও ৫০ হাজার মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েলের সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ, নিরাপত্তা জোরদার সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আজ জরুরি সংবাদ সম্মেলন গুলশানে তারেক রহমানের সঙ্গে ঢাবি সাদা দলের শিক্ষকদের রুদ্ধদ্বার বৈঠক ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৮ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ চাকরিচ্যুত কর্মীকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ গা/জা/র কৃষি ধ্বংসের মুখে, দুর্ভিক্ষের ঝুঁকিতে অর্ধকোটি মানুষ: জাতিসংঘ রাশিয়ায় মাইক্রোসফট ও জুম নিষিদ্ধের আহ্বান দিলেন প্রেসিডেন্ট পুতিন ইশরাকের শপথ নিয়ে অবস্থান স্পষ্ট করল স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়েতে সতর্ক করল চীনা দূতাবাস

গাজায় অভিযানে আরও ৫০ হাজার মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও জোরালো করতে অতিরিক্ত ৫০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪ লাখ ৫০ হাজারে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ যুদ্ধের পরিসর ও তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে।

তেলআবিব এমন সময় এই সিদ্ধান্ত নিচ্ছে, যখন যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হয়ে গেছে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাতে বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, সোমবার জেরুজালেমের ‘সিটি অব ডেভিড’-এ অনুষ্ঠিত বৈঠকে এই নতুন মোতায়েনের অনুমোদন দেওয়া হবে।

‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’ নামের অভিযানের অংশ হিসেবে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। বর্তমানে ইসরায়েলের রিজার্ভ বাহিনীতে ৪ লাখ সদস্য রয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই সংখ্যা ৫০ হাজার বাড়ানো হবে।

এই বাড়তি সেনা মোতায়েনের ফলে বর্তমানে সক্রিয় দায়িত্বে থাকা রিজার্ভ সদস্যরা আরও দীর্ঘ সময় মাঠে থাকতে পারবেন। সামরিক বাহিনী ইতোমধ্যে হাজার হাজার রিজার্ভ সেনাকে গাজা অভিযানে ডেকে নিয়েছে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম।

তবে ইসরায়েলের অভ্যন্তরেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ দেখা দিয়েছে। ‘মাদার্স অন দ্য ফ্রন্ট লাইন’ নামের একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আয়েলেত হাশাচার সাইদোফ বলেন, “আমরা চাই নেতানিয়াহুর যুদ্ধ শেষ হোক। এই যুদ্ধ কেবল ধর্মীয় বাধ্যতামূলক সেনা সেবায় অস্বীকৃতিকারী একটি সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা মাত্র।”

উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’ এর অনুমোদন দেয়। এই অভিযানের লক্ষ্য হচ্ছে গাজার উত্তরাঞ্চল থেকে সাধারণ জনগণকে পুরোপুরি সরিয়ে নিয়ে ভেতরের কিছু অঞ্চল দখলে নেওয়া।

পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা, যেখানে যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর সংঘর্ষের মাত্রা এবং মানবিক সংকট উভয়ই বাড়তে পারে।

সূত্র: বার্তাসংস্থা আনাদোলু

নিউজটি শেয়ার করুন

গাজায় অভিযানে আরও ৫০ হাজার মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েলের

আপডেট সময় ০৩:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও জোরালো করতে অতিরিক্ত ৫০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪ লাখ ৫০ হাজারে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ যুদ্ধের পরিসর ও তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে।

তেলআবিব এমন সময় এই সিদ্ধান্ত নিচ্ছে, যখন যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হয়ে গেছে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাতে বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, সোমবার জেরুজালেমের ‘সিটি অব ডেভিড’-এ অনুষ্ঠিত বৈঠকে এই নতুন মোতায়েনের অনুমোদন দেওয়া হবে।

‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’ নামের অভিযানের অংশ হিসেবে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। বর্তমানে ইসরায়েলের রিজার্ভ বাহিনীতে ৪ লাখ সদস্য রয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই সংখ্যা ৫০ হাজার বাড়ানো হবে।

এই বাড়তি সেনা মোতায়েনের ফলে বর্তমানে সক্রিয় দায়িত্বে থাকা রিজার্ভ সদস্যরা আরও দীর্ঘ সময় মাঠে থাকতে পারবেন। সামরিক বাহিনী ইতোমধ্যে হাজার হাজার রিজার্ভ সেনাকে গাজা অভিযানে ডেকে নিয়েছে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম।

তবে ইসরায়েলের অভ্যন্তরেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ দেখা দিয়েছে। ‘মাদার্স অন দ্য ফ্রন্ট লাইন’ নামের একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আয়েলেত হাশাচার সাইদোফ বলেন, “আমরা চাই নেতানিয়াহুর যুদ্ধ শেষ হোক। এই যুদ্ধ কেবল ধর্মীয় বাধ্যতামূলক সেনা সেবায় অস্বীকৃতিকারী একটি সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা মাত্র।”

উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’ এর অনুমোদন দেয়। এই অভিযানের লক্ষ্য হচ্ছে গাজার উত্তরাঞ্চল থেকে সাধারণ জনগণকে পুরোপুরি সরিয়ে নিয়ে ভেতরের কিছু অঞ্চল দখলে নেওয়া।

পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা, যেখানে যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর সংঘর্ষের মাত্রা এবং মানবিক সংকট উভয়ই বাড়তে পারে।

সূত্র: বার্তাসংস্থা আনাদোলু