০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত, নিহত ৬ ইউক্রেনীয় সেনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 86

ছবি সংগৃহীত

 

রাশিয়ার চালানো ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাতে রাজধানী কিয়েভ লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

শনিবার (২৪ মে) ইউক্রেনীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি খবরটি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, রাশিয়া ইস্কান্দার-এম এবং কেএন-২৩ ধরনের ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেও সেগুলো রাজধানীর আকাশেই ধ্বংস করে ফেলা হয়। পাশাপাশি ইরানীয় তৈরি ২৪৫টি শাহেদ কামিকাজে ড্রোনও ভূপাতিত করা হয়েছে।

তবে এতসব প্রতিরক্ষা সক্ষমতা সত্ত্বেও কিছু হামলা এড়ানো সম্ভব হয়নি। একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত দশজন। হামলার সময় ওই কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল বলে নিশ্চিত করেছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট সামরিক ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও তদন্তে সম্পৃক্ত করা হয়েছে।

এদিকে, রাশিয়া এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বনাঞ্চলের ভেতর অবস্থিত একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের দৃশ্য দেখা যায়। আকাশ থেকে ধারণ করা ভিডিওতে বিশাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এই হামলা ও পাল্টা প্রতিরোধে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উত্তাপ আরও বাড়ছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলেও বারবার স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলো রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা বর্তমান দ্বন্দ্বকে আরও ভয়াবহ করে তুলছে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন যুদ্ধক্ষেত্রের ভবিষ্যৎ দিকনির্দেশনার ওপর নিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত, নিহত ৬ ইউক্রেনীয় সেনা

আপডেট সময় ০৪:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

রাশিয়ার চালানো ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাতে রাজধানী কিয়েভ লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

শনিবার (২৪ মে) ইউক্রেনীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি খবরটি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, রাশিয়া ইস্কান্দার-এম এবং কেএন-২৩ ধরনের ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেও সেগুলো রাজধানীর আকাশেই ধ্বংস করে ফেলা হয়। পাশাপাশি ইরানীয় তৈরি ২৪৫টি শাহেদ কামিকাজে ড্রোনও ভূপাতিত করা হয়েছে।

তবে এতসব প্রতিরক্ষা সক্ষমতা সত্ত্বেও কিছু হামলা এড়ানো সম্ভব হয়নি। একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত দশজন। হামলার সময় ওই কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল বলে নিশ্চিত করেছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট সামরিক ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও তদন্তে সম্পৃক্ত করা হয়েছে।

এদিকে, রাশিয়া এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বনাঞ্চলের ভেতর অবস্থিত একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের দৃশ্য দেখা যায়। আকাশ থেকে ধারণ করা ভিডিওতে বিশাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এই হামলা ও পাল্টা প্রতিরোধে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উত্তাপ আরও বাড়ছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলেও বারবার স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলো রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা বর্তমান দ্বন্দ্বকে আরও ভয়াবহ করে তুলছে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন যুদ্ধক্ষেত্রের ভবিষ্যৎ দিকনির্দেশনার ওপর নিবদ্ধ।