বিগ–বি প্রকল্পে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

- আপডেট সময় ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 23
নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ–জাপান সম্পর্কের নতুন মোড় নিচ্ছে। চলতি মে মাসের ১৫ তারিখ ঢাকায় বসতে যাচ্ছে ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এ বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে আসন্ন প্রধান উপদেষ্টার টোকিও সফরকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রস্তুতি নেওয়া হবে। আলোচনার কেন্দ্রে থাকবে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল এবং জনগণের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে ঢাকার সঙ্গে দিল্লির রাজনৈতিক টানাপোড়েন থাকলেও, জাপানের বিগ–বি (Bay of Bengal Industrial Growth Belt) প্রকল্প নিয়ে বাংলাদেশ পিছিয়ে যেতে চায় না।
২০১৪ সালে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে জাপান এই শিল্প বৃদ্ধির পরিকল্পনা হাতে নেয়। পরবর্তীতে ২০২৩ সালে এ প্রকল্পের পরিসর বাড়িয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত করে। তবে বর্তমান প্রেক্ষাপটে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ এককভাবে এই প্রকল্পে এগোতে চায় কি না, তা নিয়েই চলছে আলোচনা।
পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ বলেন, “যে প্রকল্প বাংলাদেশের স্বার্থের অনুকূলে থাকবে, তা নিয়ে বাংলাদেশ অবশ্যই ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। জাপান বাংলাদেশের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার। ভারতেও জাপান অন্যতম বৃহৎ বিনিয়োগকারী এবং জি–সেভেন ও কোয়াড সদস্য হওয়ায় জাপানের ভূরাজনৈতিক প্রভাবও উল্লেখযোগ্য।”
বুধবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আসন্ন সফরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উঠে আসে, প্রধান উপদেষ্টা সফরে জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সুস্পষ্ট অবস্থান, এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তি সম্প্রসারণের ওপর জোর দেওয়া হবে।
বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন, কোনো নির্দিষ্ট দেশের বিষয়ে অস্বস্তি থাকলে তা সরাসরি আলোচনার মাধ্যমে পরিষ্কার করা উচিত।
ড. রিয়াজ আরও বলেন, “যেসব প্রকল্পে ভূ-নিরাপত্তাজনিত কোনো সেনসেটিভিটি নেই, সেসবের জন্য বাংলাদেশ চীন থেকে অর্থায়ন পেতে পারে। তবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র, ভারত, জাপানসহ অন্যান্য ইন্দো–প্যাসিফিক অংশীদাররা নিশ্চয়ই জানতে চাইবে বাংলাদেশ-চীন সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছাচ্ছে।”
সফরের অন্যতম লক্ষ্য থাকবে জাপানকে বাংলাদেশে আরও বিনিয়োগে উদ্বুদ্ধ করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন।
এই সফর এবং সচিব পর্যায়ের বৈঠক বিগ–বি প্রকল্পসহ আঞ্চলিক ভূ-কৌশলগত ভারসাম্যে বাংলাদেশের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কূটনৈতিক মহল।