০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

শেয়ারবাজারে স্বস্তির নিঃশ্বাস: ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ঘুরে দাঁড়াল বাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 45

ছবি সংগৃহীত

 

বৈশ্বিক অর্থনীতির অস্থির প্রেক্ষাপটে হঠাৎই কিছুটা স্বস্তি ফিরেছে শেয়ারবাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর আলোচিত শুল্ক নীতিতে সাময়িক বিরতি টেনে একপ্রকার ঝড় থামিয়েছেন। চীন ছাড়া বিশ্বের অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণায় শেয়ারবাজারে স্বস্তির হাওয়া বইছে।

বুধবার রাতে এই ঘোষণা দেওয়ার পরই বৃহস্পতিবার সকালে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে বড় উল্লম্ফন দেখা যায়। জাপানের নিক্কি সূচক এক লাফে বেড়ে যায় প্রায় ৮ শতাংশ, যা বাজার বিশ্লেষকদের কাছে একটি বড় ধাক্কার পর সুস্থ হয়ে ওঠার ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন

এশিয়ার অন্যান্য শেয়ারবাজারেও ছিল ইতিবাচক প্রবণতা। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক বেড়েছে ৫.৬ শতাংশ, সাংহাই কম্পোজিট ১ শতাংশ, হংকংয়ের হ্যাংসেং সূচক ২.৬ শতাংশ, তাইওয়ানের তাইয়েক্স সূচক ৯.২ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স সূচক বেড়েছে ৪.৬ শতাংশ।

এই ঊর্ধ্বমুখী ধারা শুরু হয় মূলত যুক্তরাষ্ট্রের বাজার থেকে। এস অ্যান্ড পি ৫০০ সূচক এক দিনে বেড়েছে ৯.৫ শতাংশ, যা সাম্প্রতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য উত্থান। বন্ড মার্কেটেও কমেছে সুদের হার, আর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কিছুটা হ্রাস পেয়েছে। ডলারের বিনিময় হার বেড়েছে নিরাপদ মুদ্রাগুলোর বিপরীতে।

বিশ্বখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস তাদের মন্দার পূর্বাভাস কমিয়ে ৬৫ শতাংশ থেকে ৪৫ শতাংশে এনেছে। যদিও তাদের মতে, বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি, তবু ট্রাম্পের কৌশলী অবস্থানের ফলে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ট্রাম্প যেভাবে শুল্ককে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, তা থেকে স্পষ্ট এই সিদ্ধান্তগুলো পরিকল্পনার অংশ, তা হঠাৎ করে নেওয়া নয়।

তেলের বাজারেও পরিবর্তন এসেছে। চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্কের পর ব্রেন্ট ক্রুডের দাম নেমে গেলেও ট্রাম্পের ঘোষণার পর তা ব্যারেলপ্রতি ৬৫ ডলার ছাড়িয়ে যায়। আজ সকালে কিছুটা কমে এসেছে, তবে বাজারে আত্মবিশ্বাস ফেরায় দাম এখনো তুলনামূলকভাবে উঁচু।

সোনার বাজারও উত্তপ্ত। অনিশ্চয়তা যত বাড়ে, বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকেই ঝোঁকে। আজ সকালে প্রতি আউন্সে সোনার দাম বেড়েছে ১৪৪ ডলার, দাঁড়িয়েছে ৩ হাজার ১২৫ ডলারে।

বিশ্বব্যাপী এই স্বস্তির হাওয়া কতদিন স্থায়ী হয়, এখন সেটাই দেখার বিষয়।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

শেয়ারবাজারে স্বস্তির নিঃশ্বাস: ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ঘুরে দাঁড়াল বাজার

আপডেট সময় ০১:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

 

বৈশ্বিক অর্থনীতির অস্থির প্রেক্ষাপটে হঠাৎই কিছুটা স্বস্তি ফিরেছে শেয়ারবাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর আলোচিত শুল্ক নীতিতে সাময়িক বিরতি টেনে একপ্রকার ঝড় থামিয়েছেন। চীন ছাড়া বিশ্বের অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণায় শেয়ারবাজারে স্বস্তির হাওয়া বইছে।

বুধবার রাতে এই ঘোষণা দেওয়ার পরই বৃহস্পতিবার সকালে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে বড় উল্লম্ফন দেখা যায়। জাপানের নিক্কি সূচক এক লাফে বেড়ে যায় প্রায় ৮ শতাংশ, যা বাজার বিশ্লেষকদের কাছে একটি বড় ধাক্কার পর সুস্থ হয়ে ওঠার ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন

এশিয়ার অন্যান্য শেয়ারবাজারেও ছিল ইতিবাচক প্রবণতা। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক বেড়েছে ৫.৬ শতাংশ, সাংহাই কম্পোজিট ১ শতাংশ, হংকংয়ের হ্যাংসেং সূচক ২.৬ শতাংশ, তাইওয়ানের তাইয়েক্স সূচক ৯.২ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স সূচক বেড়েছে ৪.৬ শতাংশ।

এই ঊর্ধ্বমুখী ধারা শুরু হয় মূলত যুক্তরাষ্ট্রের বাজার থেকে। এস অ্যান্ড পি ৫০০ সূচক এক দিনে বেড়েছে ৯.৫ শতাংশ, যা সাম্প্রতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য উত্থান। বন্ড মার্কেটেও কমেছে সুদের হার, আর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কিছুটা হ্রাস পেয়েছে। ডলারের বিনিময় হার বেড়েছে নিরাপদ মুদ্রাগুলোর বিপরীতে।

বিশ্বখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস তাদের মন্দার পূর্বাভাস কমিয়ে ৬৫ শতাংশ থেকে ৪৫ শতাংশে এনেছে। যদিও তাদের মতে, বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি, তবু ট্রাম্পের কৌশলী অবস্থানের ফলে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ট্রাম্প যেভাবে শুল্ককে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, তা থেকে স্পষ্ট এই সিদ্ধান্তগুলো পরিকল্পনার অংশ, তা হঠাৎ করে নেওয়া নয়।

তেলের বাজারেও পরিবর্তন এসেছে। চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্কের পর ব্রেন্ট ক্রুডের দাম নেমে গেলেও ট্রাম্পের ঘোষণার পর তা ব্যারেলপ্রতি ৬৫ ডলার ছাড়িয়ে যায়। আজ সকালে কিছুটা কমে এসেছে, তবে বাজারে আত্মবিশ্বাস ফেরায় দাম এখনো তুলনামূলকভাবে উঁচু।

সোনার বাজারও উত্তপ্ত। অনিশ্চয়তা যত বাড়ে, বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকেই ঝোঁকে। আজ সকালে প্রতি আউন্সে সোনার দাম বেড়েছে ১৪৪ ডলার, দাঁড়িয়েছে ৩ হাজার ১২৫ ডলারে।

বিশ্বব্যাপী এই স্বস্তির হাওয়া কতদিন স্থায়ী হয়, এখন সেটাই দেখার বিষয়।