ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান প্রকৌশল খাতে বৈষম্য দূরীকরণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ ইসিতে সীমানা শুনানির সময় হাতাহাতি শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ টি মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রসংশায় ভাসছেন নওগাঁ রাণীনগর অর্গানাইজেশনের তরুণরা পাকিস্তানের পাঞ্জাবে বন্যা, সরিয়ে নেওয়া হলো ১৯ হাজার মানুষ চীনের সাইবার যুদ্ধে অগ্রগতি: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিপর্যস্ত সিআইএ-র সিনিয়র রাশিয়া বিশেষজ্ঞ বরখাস্ত ইসরাইলের সাথে সম্পৃক্ত থাকায় বার্সেলোনা মেট্রো টেন্ডার থেকে বাদ পড়ল ফরাসি কোম্পানি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 21

ছবি সংগৃহীত

 

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ৫২ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া গত একদিনে সর্বাধিক সংখ্যক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যেখানে একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির চিত্র অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫২-তে দাঁড়িয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ২১ জন। বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৪ জন করে ৮ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট ২ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন তারা।

পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন

আপডেট সময় ০৮:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ৫২ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া গত একদিনে সর্বাধিক সংখ্যক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যেখানে একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির চিত্র অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫২-তে দাঁড়িয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ২১ জন। বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৪ জন করে ৮ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট ২ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন তারা।

পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।