ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে, আটক ৫ সাইবার সিকিউরিটিখাতে এ বছরের সবচেয়ে বড় ডিল – ইসরায়েলি কোম্পানি বিক্রি হচ্ছে ২৫ বিলিয়ন ডলারে “ইরান চায় চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান” “রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন: নিরাপত্তা জোরদার” “হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে” পুতিনের কোনো অফিসিয়াল ছুটি নেই, জানাল ক্রেমলিন তুরস্ক-গ্রিস বিরোধ: এজিয়ান সাগরে একতরফা সিদ্ধান্তে তুরস্কের জবাব মোদির সঙ্গে বন্ধুত্ব থেকে শীতল যুদ্ধ: ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প অটোপাইলট দুর্ঘটনায় টেসলার বিরুদ্ধে ২৪৩ মিলিয়ন ডলারের জরিমানা “শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সূচনা: আজ সরাসরি সম্প্রচার”

চট্টগ্রামে একদিনে আরও ১০ জনের করোনা শনাক্ত, ১৩ দিনে আক্রান্ত ৩৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

চট্টগ্রামে নতুন করে আরও ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ৫ জন রয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি হাসপাতাল ও ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। এ নিয়ে চট্টগ্রামে গত ১৩ দিনে মোট ৩৮ জনের করোনা শনাক্ত হলো।

সংক্রমণ ক্রমশ বাড়ছে গত দুই দিনেই প্রতিদিন ১০ জন করে আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১ জন শিশু, ১৮ জন পুরুষ ও ১৯ জন নারী রয়েছেন।

গত সোমবার (১৬ জুন) করোনায় প্রথম মৃত্যুর ঘটনাও ঘটে চট্টগ্রামে। ওই দিন ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম নামের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনিই চলতি বছরের প্রথম করোনা সংক্রমণজনিত মৃত্যুর শিকার। একই দিনে আরও ১০ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ জুন চট্টগ্রামে প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে আবারও সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

তবে সান্ত্বনার বিষয়, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এবং কারও শারীরিক অবস্থা গুরুতর নয়।

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং সকলকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনে করোনা পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে।

চলমান এই পরিস্থিতিতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে একদিনে আরও ১০ জনের করোনা শনাক্ত, ১৩ দিনে আক্রান্ত ৩৮

আপডেট সময় ০৫:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

 

চট্টগ্রামে নতুন করে আরও ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ৫ জন রয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি হাসপাতাল ও ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। এ নিয়ে চট্টগ্রামে গত ১৩ দিনে মোট ৩৮ জনের করোনা শনাক্ত হলো।

সংক্রমণ ক্রমশ বাড়ছে গত দুই দিনেই প্রতিদিন ১০ জন করে আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১ জন শিশু, ১৮ জন পুরুষ ও ১৯ জন নারী রয়েছেন।

গত সোমবার (১৬ জুন) করোনায় প্রথম মৃত্যুর ঘটনাও ঘটে চট্টগ্রামে। ওই দিন ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম নামের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনিই চলতি বছরের প্রথম করোনা সংক্রমণজনিত মৃত্যুর শিকার। একই দিনে আরও ১০ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ জুন চট্টগ্রামে প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে আবারও সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

তবে সান্ত্বনার বিষয়, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এবং কারও শারীরিক অবস্থা গুরুতর নয়।

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং সকলকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনে করোনা পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে।

চলমান এই পরিস্থিতিতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।