২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন

- আপডেট সময় ০৭:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 4
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। একই সময়ে নতুন করে ৪২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। তবে রোগীর পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। বিভাগজুড়ে একদিনেই ১১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা সারাদেশের মধ্যে সর্বোচ্চ।
চট্টগ্রাম বিভাগে একই সময়ে ভর্তি হয়েছেন ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত। এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় ৬০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫৭ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই সম্মিলিত পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং মশক নিধনে স্থানীয় প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা বা শরীরে ব্যথা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পায়। তাই নাগরিকদের ঘরের আশেপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।