রেল দুর্ঘটনা
টঙ্গী-জয়দেবপুর রুটে রেললাইন বেঁকে গেল, অল্পের জন্য রক্ষা পেল ১২০০ যাত্রী
টঙ্গী-জয়দেবপুর রেল রুটে রোববার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা থেকে রক্ষা পেয়েছেন বনলতা এক্সপ্রেস ট্রেনের ১২০০ যাত্রী। হঠাৎ ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১০ মিনিটের দিকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন থেকে ছাড়ার পর জয়দেবপুরের ছোট দেওড়া এলাকায় পৌঁছায়। সেখানে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১০ গজের মতো রেললাইন বেঁকে গেছে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রেললাইনে লাল পতাকা স্থাপন করেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
রেললাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গী-জয়দেবপুর রুটে একটি লাইন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। রেলওয়ের প্রকৌশলীরা দ্রুত লাইনটি মেরামতের কাজ শুরু করেছেন। স্থানীয়রা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং লোডের চাপের কারণে এমন ঘটনা ঘটেছে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।