শ্রীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, ১২ শ্রমিক আহত
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন সুজন (২৬), রহিজ উদ্দিন (২৭), ইয়াসিন আলী (২০), মো. শাহজাহান (২৪), সুনিয়া (২৩), সারজিনা (২৫), কুলসুম (২৭), আমেনা (২৯), মো. রইস উদ্দিন (২৬), মো. ইকবাল হোসেন (৩০), মো. রনি (২৩) ও আরিফুল ইসলাম (২৪)। তাঁদের স্থানীয় আল হেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারখানা সূত্রে জানা যায়, নমুনা (স্যাম্পল) বিভাগের পাশে একটি ছোট বয়লার ছিল। সকালে হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে যন্ত্রাংশ চারদিকে ছিটকে পড়ে, দরজা-জানালার কাচ, ফ্যান, লাইট ও অন্যান্য সরঞ্জাম ভেঙে যায়। এতে কাচের আঘাতে কয়েকজন আহত হন। বিস্ফোরণের শব্দে ভীত শ্রমিকরা তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আরও কয়েকজন আহত হন।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক ইমতিয়াজ আলম জানান, “বিস্ফোরণে ১২ শ্রমিক সামান্য আহত হয়েছেন। একজনের পায়ের আঘাত তুলনামূলক গুরুতর। তাঁদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।