ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খুনের দায়ে গ্ৰেফতার দুইবন্ধু ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সকল অংশগ্রহণকারীর উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা বড়লেখায় ছাগল খাওয়ায় বিশাল আকৃতির অজগরকে হত্যা করলো গ্রামবাসী মালয়েশিয়ার মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির প্রাণহানি আগামীকাল এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করবে বিইআরসি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সম্মানিত শাহরুখ খান, ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু চকরিয়ায় সড়কে গুলি করে যুবককে হত্যা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, আতঙ্কে বহু মানুষ আটকা বাংলাদেশে ফেরত এলেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ নাগরিক

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, আতঙ্কে বহু মানুষ আটকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 18

ছবি: সংগৃহীত

 

রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১টি ইউনিট একযোগে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনের পঞ্চম তলায় আগুন লাগার পরপরই আগুন নিচের তলাগুলোতেও প্রভাব ফেলতে শুরু করে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় বহু মানুষ অবস্থান করছিলেন। আগুনের আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বারবার মাইকিং করে সবাইকে নিচে নেমে আসার অনুরোধ জানানো হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও উদ্ধার কাজে সহায়তা করছেন।

তবে, বারবার সতর্কতা সত্ত্বেও অনেকেই ভবনের ভেতরেই রয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, সেখানে কর্মচারীদের থাকার ব্যবস্থা রয়েছে এবং অধিকাংশই হয়তো দোকানগুলোর সঙ্গে যুক্ত। মাইকিং করে বলা হলেও তারা নিচে নামছেন না, যা উদ্ধার তৎপরতায় চরম বিঘ্ন সৃষ্টি করছে।

ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ বা কেউ আহত বা নিহত হয়েছেন কি না— সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনো অব্যাহত রয়েছে।

মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করতে। আগুনের উৎস কীভাবে সৃষ্টি হলো, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, আতঙ্কে বহু মানুষ আটকা

আপডেট সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

 

রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১টি ইউনিট একযোগে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনের পঞ্চম তলায় আগুন লাগার পরপরই আগুন নিচের তলাগুলোতেও প্রভাব ফেলতে শুরু করে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় বহু মানুষ অবস্থান করছিলেন। আগুনের আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বারবার মাইকিং করে সবাইকে নিচে নেমে আসার অনুরোধ জানানো হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও উদ্ধার কাজে সহায়তা করছেন।

তবে, বারবার সতর্কতা সত্ত্বেও অনেকেই ভবনের ভেতরেই রয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, সেখানে কর্মচারীদের থাকার ব্যবস্থা রয়েছে এবং অধিকাংশই হয়তো দোকানগুলোর সঙ্গে যুক্ত। মাইকিং করে বলা হলেও তারা নিচে নামছেন না, যা উদ্ধার তৎপরতায় চরম বিঘ্ন সৃষ্টি করছে।

ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ বা কেউ আহত বা নিহত হয়েছেন কি না— সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনো অব্যাহত রয়েছে।

মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করতে। আগুনের উৎস কীভাবে সৃষ্টি হলো, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় কর্তৃপক্ষ।