গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, আতঙ্কে বহু মানুষ আটকা

- আপডেট সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 18
রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১টি ইউনিট একযোগে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনের পঞ্চম তলায় আগুন লাগার পরপরই আগুন নিচের তলাগুলোতেও প্রভাব ফেলতে শুরু করে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় বহু মানুষ অবস্থান করছিলেন। আগুনের আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বারবার মাইকিং করে সবাইকে নিচে নেমে আসার অনুরোধ জানানো হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও উদ্ধার কাজে সহায়তা করছেন।
তবে, বারবার সতর্কতা সত্ত্বেও অনেকেই ভবনের ভেতরেই রয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, সেখানে কর্মচারীদের থাকার ব্যবস্থা রয়েছে এবং অধিকাংশই হয়তো দোকানগুলোর সঙ্গে যুক্ত। মাইকিং করে বলা হলেও তারা নিচে নামছেন না, যা উদ্ধার তৎপরতায় চরম বিঘ্ন সৃষ্টি করছে।
ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ বা কেউ আহত বা নিহত হয়েছেন কি না— সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনো অব্যাহত রয়েছে।
মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করতে। আগুনের উৎস কীভাবে সৃষ্টি হলো, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় কর্তৃপক্ষ।