শিরোনাম :
সাভারে গ্যাসের আগুনে দগ্ধ দম্পত্তি বার্ন ইনস্টিটিউটে

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / 8
রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে আগুনে এক দম্পতি দগ্ধ হয়েছেন ঢাকার সাভারে। রোববার রাতে উপজেলার আশুলিয়ায় গোহাইলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই দম্পত্তি এখন চিকিৎসাধীন আছেন।
দগ্ধ দম্পতি হলেন মিন্টু (৩৫) ও তাঁর স্ত্রী ববিতা (৩০)। তাঁরা আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকায় নজরুল ইসলামের টিনশেডের একটি কক্ষে ভাড়া থাকেন। তাঁদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। তারা সাভারে একটি পোষাক কারখানায় কাজ করেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, গতকাল রাত ৯টার দিকে দগ্ধ মিন্টু ও ববিতাকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। আগুনে মিন্টুর শরীরের শতকরা ৬০ ভাগ ও ববিতার ৩৫ ভাগ পুড়ে গেছে।