বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের ২ জনসহ ৩ নারী নিহত

- আপডেট সময় ১২:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 10
বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের চিম্বুক এলাকার রাংলাই হেডম্যান ম্রো পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন ম্রো নারী নিহত হয়েছেন।
আজ সোমবার (১৪ জুলাই) সকালে চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন তুমলে ম্রো (১৭), রওলেং ম্রো (৩৫) এবং রিয়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম্যান ম্রো পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাড়ার একটি পুরনো বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিকল হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে তার ছিঁড়ে গিয়ে আশপাশের জায়গায় ছড়িয়ে পড়ে। ওই সময় তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনজন ম্রো নারী বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলে একজনকে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। তবে বাকি দু’জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আরও জানান, বিস্ফোরণের সময় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে আগুন ধরে যায় এবং তা পুড়ে যায়।
চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, ‘ট্রান্সফরমারটি অনেক পুরনো ছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর তিনজন নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ও তার ছিঁড়ে যাওয়ার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নারী মারা গেছেন। এর মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, বাকি দুইজনের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাটির ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল না। এই অবহেলার ফলেই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা। প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।