চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু

- আপডেট সময় ১০:৪১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
চীনের লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরে একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে শহরের একটি আবাসিক এলাকায় অবস্থিত রেস্তোরাঁটিতে আগুনের সূত্রপাত হয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।
তবে ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয় ২২টি অগ্নিনির্বাপক গাড়ি এবং অন্তত ৮৫ জন দমকলকর্মী। উদ্ধার কাজ তত্ত্বাবধান করেন লিয়াওনিং প্রদেশের ক্ষমতাসীন কমিটির সেক্রেটারি হাও পেং।
ঘটনার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এটিকে ‘চরম শিক্ষা নেওয়ার মতো’ ঘটনা বলে আখ্যা দিয়েছেন। তিনি অগ্নিকাণ্ডের কারণ দ্রুত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। পাশাপাশি এ ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।
চীনজুড়ে সাম্প্রতিক বছরগুলোতে এমন একাধিক দুর্ঘটনা ঘটেছে। চলতি এপ্রিলেই হেবেই প্রদেশের একটি বয়স্কদের নার্সিং হোমে ভয়াবহ আগুন লেগে প্রাণ হারিয়েছিলেন ২০ জন। তারও আগে, গত বছর চীনে গ্যাস লিক হয়ে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। চলতি বছরের মার্চ মাসে হেবেই প্রদেশের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ২ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হন।
এছাড়া, গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ চীনের শেনজেন শহরের একটি বহুতল ভবনে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল। এসব ঘটনার পরও দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ত্রুটি ও গাফিলতির বিষয়টি সামনে চলে আসছে।
এই সাম্প্রতিক অগ্নিকাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে।