ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

ভারতের অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ৮ শ্রমিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 44

ছবি সংগৃহীত

 

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার আনাকাপল্লি জেলার কৈলাসপত্তনম গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও সাতজন শ্রমিক, যাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিস্ফোরক সংরক্ষণের ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় কারখানাটিতে ১৫ জন শ্রমিক কর্মরত ছিলেন। অনেকেই আগুনের ফাঁদে আটকে পড়েন এবং কিছু সময়ের মধ্যেই প্রাণ হারান।

দমকল বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডি নিরঞ্জন রেড্ডি জানান, কারখানার উৎপাদন প্রক্রিয়ায় গাফিলতি এবং সুরক্ষাবিধি না মানার কারণেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় প্রশাসন জানায়, ভয়াবহ এই দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত গ্রামে ঘটলেও তা গোটা রাজ্যজুড়ে শোকের ছায়া ফেলেছে।

ভারতে বাজি কারখানা ও দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন রয়েছে। প্রায়ই এসব প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে, যার পেছনে সুরক্ষা মান লঙ্ঘন এবং অপ্রশিক্ষিত শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ করানো অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এই ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে দেশজুড়ে বাজি কারখানাগুলোর কার্যক্রমে নজরদারি, শ্রমিকদের নিরাপত্তা এবং কঠোর সুরক্ষাবিধি প্রয়োগের প্রয়োজনীয়তা। জীবন ও জীবিকার এই দোলাচলে যেন আর কোনো প্রাণ অগ্নির কবলে না হারায় এটাই এখন সবার কামনা।

নিউজটি শেয়ার করুন

ভারতের অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ৮ শ্রমিক

আপডেট সময় ০১:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার আনাকাপল্লি জেলার কৈলাসপত্তনম গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও সাতজন শ্রমিক, যাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিস্ফোরক সংরক্ষণের ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় কারখানাটিতে ১৫ জন শ্রমিক কর্মরত ছিলেন। অনেকেই আগুনের ফাঁদে আটকে পড়েন এবং কিছু সময়ের মধ্যেই প্রাণ হারান।

দমকল বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডি নিরঞ্জন রেড্ডি জানান, কারখানার উৎপাদন প্রক্রিয়ায় গাফিলতি এবং সুরক্ষাবিধি না মানার কারণেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় প্রশাসন জানায়, ভয়াবহ এই দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত গ্রামে ঘটলেও তা গোটা রাজ্যজুড়ে শোকের ছায়া ফেলেছে।

ভারতে বাজি কারখানা ও দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন রয়েছে। প্রায়ই এসব প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে, যার পেছনে সুরক্ষা মান লঙ্ঘন এবং অপ্রশিক্ষিত শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ করানো অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এই ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে দেশজুড়ে বাজি কারখানাগুলোর কার্যক্রমে নজরদারি, শ্রমিকদের নিরাপত্তা এবং কঠোর সুরক্ষাবিধি প্রয়োগের প্রয়োজনীয়তা। জীবন ও জীবিকার এই দোলাচলে যেন আর কোনো প্রাণ অগ্নির কবলে না হারায় এটাই এখন সবার কামনা।