শিরোনাম :
ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 28
টেসলা ও এক্স (X) প্রতিষ্ঠাতা ইলন মাস্ক চালু করেছেন নতুন একটি অনলাইন জ্ঞানভান্ডার “Grokipedia”, যা জনপ্রিয় ওয়েবসাইট উইকিপিডিয়ার বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।
এই প্ল্যাটফর্মের সব নিবন্ধই লিখেছে মাস্কের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা Grok AI।
এটি একটি ওপেন-সোর্স “knowledge repository”, অর্থাৎ যে কেউ এর তথ্য ব্যবহার ও অবদান রাখতে পারবে।
বর্তমানে Grokipedia-তে ৮ লাখ ৮০ হাজারেরও বেশি নিবন্ধ রয়েছে, এবং এটি “অবাধ ও সেন্সরশিপ-মুক্ত জ্ঞানভান্ডার” হিসেবে প্রচার করা হচ্ছে।



















