ধোবাউড়ায় পুলিশের অভিযানে ১৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

- আপডেট সময় ০৯:৪১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 35
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভারতীয় মদ পাচারের সময় তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার গামারীতলা ইউনিয়নের দুধনই দেওলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩০ বোতল ভারতীয় মদ জব্দ করে ধোবাউড়া থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—নেত্রকোণার দূর্গাপুর উপজেলার আমুরা গ্রামের আলমগীর হোসেন (২৯), একই উপজেলার রানীখং গ্রামের মোহাম্মদ আলী (৩২) এবং শেরপুর জেলার চান্দের নগর গ্রামের আতিকুর রহমান (২৮)।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ মদ পাচার করা হবে। এরপর পুলিশ একাধিক দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
রাত ১০টার দিকে দেওলা ব্রিজ এলাকায় একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় পাচারকৃত ১৩০ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়।
ওসি আল মামুন সরকার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।