ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ ও ঘরোয়া উপায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন হত্যা ও খুন মামলাসহ পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল বিদেশফেরত রংমিস্ত্রি থেকে সফল কৃষি উদ্যোক্তা: আফজাল শেখের রাম্বুটান বিপ্লব কলটি বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: চিফ প্রসিকিউটর ১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান

পুলিশের হাতে ভারি অস্ত্র নয়, বিশেষায়িত ইউনিটে থাকবে ভারি মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 29

ছবি সংগৃহীত

 

 

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সাধারণ পুলিশের হাতে ভারি মারণাস্ত্র থাকবে না, বরং এ ধরনের অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর মতো বিশেষায়িত ইউনিটের কাছেই—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৪ জুন) সকালে রাজধানীতে এপিবিএনের সদর দপ্তর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মাঠপর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো প্রয়োজনীয় অস্ত্র থাকবে ঠিকই, তবে ভারি মারণাস্ত্র থাকবে না। এই অস্ত্র থাকবে শুধুমাত্র বিশেষায়িত ইউনিটের হাতে, যেমন এপিবিএন, যারা বিশেষ পরিস্থিতি মোকাবেলায় কাজ করে থাকে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “এপিবিএন, থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত ও সক্ষমতার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিগত ১১ মাসে অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন সাধন করেছে। দেশের মানুষ এখন আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছে।”

সম্প্রতি উদযাপিত ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, “দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবার ঈদ দেশবাসী অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ও কার্যকরী ব্যবস্থাপনার কারণেই এটা সম্ভব হয়েছে।”

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনীর সদস্যদের মনোবল, প্রশিক্ষণ ও আধুনিকায়ন বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে পুলিশের পেশাগত দায়িত্ব পালনে আরও মানবিক ও দক্ষ হওয়ার আহ্বান জানান।

সরকারের চলমান উন্নয়নমূলক উদ্যোগের অংশ হিসেবে ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনী আরও আধুনিক সরঞ্জামে সুসজ্জিত হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এপিবিএনের শীর্ষ কর্মকর্তা ও সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

পুলিশের হাতে ভারি অস্ত্র নয়, বিশেষায়িত ইউনিটে থাকবে ভারি মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

 

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সাধারণ পুলিশের হাতে ভারি মারণাস্ত্র থাকবে না, বরং এ ধরনের অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর মতো বিশেষায়িত ইউনিটের কাছেই—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৪ জুন) সকালে রাজধানীতে এপিবিএনের সদর দপ্তর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মাঠপর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো প্রয়োজনীয় অস্ত্র থাকবে ঠিকই, তবে ভারি মারণাস্ত্র থাকবে না। এই অস্ত্র থাকবে শুধুমাত্র বিশেষায়িত ইউনিটের হাতে, যেমন এপিবিএন, যারা বিশেষ পরিস্থিতি মোকাবেলায় কাজ করে থাকে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “এপিবিএন, থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত ও সক্ষমতার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিগত ১১ মাসে অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন সাধন করেছে। দেশের মানুষ এখন আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছে।”

সম্প্রতি উদযাপিত ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, “দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবার ঈদ দেশবাসী অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ও কার্যকরী ব্যবস্থাপনার কারণেই এটা সম্ভব হয়েছে।”

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনীর সদস্যদের মনোবল, প্রশিক্ষণ ও আধুনিকায়ন বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে পুলিশের পেশাগত দায়িত্ব পালনে আরও মানবিক ও দক্ষ হওয়ার আহ্বান জানান।

সরকারের চলমান উন্নয়নমূলক উদ্যোগের অংশ হিসেবে ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনী আরও আধুনিক সরঞ্জামে সুসজ্জিত হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এপিবিএনের শীর্ষ কর্মকর্তা ও সাংবাদিকরা।