ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজী নজরুলের জীবনী নিয়ে চলচ্চিত্র ও তাঁর রচনাবলী অনুবাদ করা হবে: সংস্কৃতি উপদেষ্টা মধুপুরে বনবাসীদের ১২৯টি মামলা প্রত্যাহারের ঘোষণা পরিবেশ উপদেষ্টার জনগণের ন্যায্য দাবিতে সরকারের ‘মান-অভিমান’ চলবে না: তারেক রহমান দুই দিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক মেয়র আইভীকে ঈদের তারিখ জানতে ২৭ মে চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব ইউক্রেন যুদ্ধের ড্রোন কৌশল থেকে শিক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র – ট্রাম্প ২০২৫ সালে শিল্পের সঙ্গে শিল্পোউদ্যোক্তাদেরও মেরে ফেলা হচ্ছে: বিটিএমএ সভাপতি গঠনমূলক সমালোচনার ওপর জোর দিলেন তারেক রহমান, প্রত্যাশা অবাধ নির্বাচনের আজ বিশ্ব থাইরয়েড দিবস: দ্রুত শনাক্ত করুন, সুস্থ থাকুন ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা

সংস্কার ঠেকাতে ষড়যন্ত্রের জাল বুনছে একটি পক্ষ: হাসনাত আবদুল্লাহর অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা ভেবেছিলাম ৫ আগস্ট আমাদের লড়াই-সংগ্রাম শেষ হয়েছে। কিন্তু এখনো একটি পক্ষ সংস্কারের বিরোধিতা করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সময় এসেছে ছোট ছোট মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার।”

রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, “সরকারকে এখনই বিচারিক সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। আমরা মুজিববাদী সংবিধান চাই না। আমরা চাই এমন একটি সংবিধান যা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে সাম্য, ন্যায্যতা এবং জবাবদিহির ভিত্তিতে গঠিত একটি নতুন বাংলাদেশ।”

তিনি অভিযোগ করেন, অসাম্প্রদায়িকতার নামে দেশে ধর্মহীনতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, যেখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানে বসবাস করবে।”

প্রত্যেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “অনেকেই পুলিশ বাহিনীর ওপর ক্ষুব্ধ, কিন্তু এই বাহিনীকে ব্যবহার করেছে কারা, তা নিয়ে কেউ কথা বলে না। কেউ পুলিশের প্রমোশন বা সংস্কার নিয়ে প্রশ্ন তোলে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে পুলিশ বা প্রশাসন কোনো রাজনৈতিক শক্তির হাতিয়ার হবে না। প্রশাসনকে জনগণের কাতারে নেমে আসতে হবে।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। উপস্থিত ছিলেন যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন, আজিজুর রহমান ও কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম। সভা শেষে মইজ্জারটেকে প্রচারপত্র বিতরণ করা হয়।

দুপুর ১২টার দিকে হাসনাত আবদুল্লাহ আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, “নতুন বাংলাদেশে কেউ একাধিকবার প্রধানমন্ত্রী হতে পারবেন না। একচ্ছত্র ক্ষমতা কারও হাতে থাকবে না।”

এনসিপি নেতারা দেশব্যাপী সংস্কার, জবাবদিহি ও ন্যায্যতা নিশ্চিত করে একটি নতুন, সুশাসিত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

সংস্কার ঠেকাতে ষড়যন্ত্রের জাল বুনছে একটি পক্ষ: হাসনাত আবদুল্লাহর অভিযোগ

আপডেট সময় ০২:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা ভেবেছিলাম ৫ আগস্ট আমাদের লড়াই-সংগ্রাম শেষ হয়েছে। কিন্তু এখনো একটি পক্ষ সংস্কারের বিরোধিতা করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সময় এসেছে ছোট ছোট মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার।”

রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, “সরকারকে এখনই বিচারিক সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। আমরা মুজিববাদী সংবিধান চাই না। আমরা চাই এমন একটি সংবিধান যা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে সাম্য, ন্যায্যতা এবং জবাবদিহির ভিত্তিতে গঠিত একটি নতুন বাংলাদেশ।”

তিনি অভিযোগ করেন, অসাম্প্রদায়িকতার নামে দেশে ধর্মহীনতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, যেখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানে বসবাস করবে।”

প্রত্যেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “অনেকেই পুলিশ বাহিনীর ওপর ক্ষুব্ধ, কিন্তু এই বাহিনীকে ব্যবহার করেছে কারা, তা নিয়ে কেউ কথা বলে না। কেউ পুলিশের প্রমোশন বা সংস্কার নিয়ে প্রশ্ন তোলে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে পুলিশ বা প্রশাসন কোনো রাজনৈতিক শক্তির হাতিয়ার হবে না। প্রশাসনকে জনগণের কাতারে নেমে আসতে হবে।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। উপস্থিত ছিলেন যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন, আজিজুর রহমান ও কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম। সভা শেষে মইজ্জারটেকে প্রচারপত্র বিতরণ করা হয়।

দুপুর ১২টার দিকে হাসনাত আবদুল্লাহ আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, “নতুন বাংলাদেশে কেউ একাধিকবার প্রধানমন্ত্রী হতে পারবেন না। একচ্ছত্র ক্ষমতা কারও হাতে থাকবে না।”

এনসিপি নেতারা দেশব্যাপী সংস্কার, জবাবদিহি ও ন্যায্যতা নিশ্চিত করে একটি নতুন, সুশাসিত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।