ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

আজ নিজ জন্মভূমি চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 13

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার নিজ জন্মভূমি চট্টগ্রাম সফরে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম চট্টগ্রাম সফর। দিনব্যাপী এই সফরে তিনি অংশ নেবেন একাধিক কর্মসূচিতে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সফরসূচি অনুযায়ী ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি যাবেন তাঁর পৈতৃক ভিটে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে।

চট্টগ্রামে পৌঁছেই তিনি প্রথমে বন্দর পরিদর্শন করবেন। পরে বন্দরের এনসিটি-৫ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় অংশগ্রহণ করবেন। এই সভায় তিনি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাহাজ চলাচল খাতের প্রতিনিধিসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেখান থেকে প্রধান উপদেষ্টা সরাসরি চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন। সেখানে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন তিনি। নতুন এই সেতু দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এ সফরে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা এবং অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কে যানজটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে ব্রিফ করবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

দিনের শেষাংশে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে তাদের জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

সফরের প্রতিটি কর্মসূচিতে প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিয়ে মত প্রকাশ করবেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আজ নিজ জন্মভূমি চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার নিজ জন্মভূমি চট্টগ্রাম সফরে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম চট্টগ্রাম সফর। দিনব্যাপী এই সফরে তিনি অংশ নেবেন একাধিক কর্মসূচিতে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সফরসূচি অনুযায়ী ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি যাবেন তাঁর পৈতৃক ভিটে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে।

চট্টগ্রামে পৌঁছেই তিনি প্রথমে বন্দর পরিদর্শন করবেন। পরে বন্দরের এনসিটি-৫ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় অংশগ্রহণ করবেন। এই সভায় তিনি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাহাজ চলাচল খাতের প্রতিনিধিসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেখান থেকে প্রধান উপদেষ্টা সরাসরি চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন। সেখানে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন তিনি। নতুন এই সেতু দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এ সফরে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা এবং অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কে যানজটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে ব্রিফ করবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

দিনের শেষাংশে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে তাদের জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

সফরের প্রতিটি কর্মসূচিতে প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিয়ে মত প্রকাশ করবেন বলে ধারণা করা হচ্ছে।