ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রিয় নেত্রীকে দেখতে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল বাগেরহাটে বিলুপ্তির পথে মৃৎশিল্প, টিকে থাকতে নতুন করে স্বপ্ন দেখছেন শিল্পীরা বরিশালের উপকূলজুড়ে অচল স্লুইসগেট, হুমকিতে কৃষি ও জনপদ দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান মস্কোয় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ চারটি বিমানবন্দর খালেদা জিয়ার আগমন উপলক্ষে অভ্যর্থনাকারীদের ডিএমপির ৭ ট্রাফিক নির্দেশনা পাবনায় বিএনপি নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ, আহত ৫ শহরের বায়ুদূষণ রোধে ডিএনসিসির ২৫ পয়েন্টে বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি প্রশাসক আ. লীগ আমলের লাইসেন্সপ্রাপ্ত গণমাধ্যমগুলোর তদন্ত হবে: তথ্য উপদেষ্টা খাদ্য নিরাপত্তা নয়, দরকার খাদ্যে সার্বভৌমত্ব: প্রাণিসম্পদ উপদেষ্টা

সুন্দরবনে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ জব্দ, পালিয়েছে শিকারিরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 12

ছবি সংগৃহীত

 

সুন্দরবনের জ্ঞানপাড়া এলাকা থেকে হরিণ ধরার ফাঁদ ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত শুক্রবার (২ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই সুন্দরবনে চোরা শিকারিদের দমন করতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড়ে ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ট্রলার ও হরিণ ধরার ফাঁদ ফেলে রেখে বনের গভীরে পালিয়ে যায়। পরে তল্লাশির মাধ্যমে ট্রলার ও আশপাশের এলাকা থেকে ছয় বস্তা হরিণ ধরার ফাঁস, ১০ মণ বরফ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, “চোরা শিকারিরা পেশাদার চক্রের সদস্য। এদের ধরতে আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, জব্দকৃত ফাঁদ ও ট্রলার সংক্রান্ত বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ সর্বদা সচেষ্ট। বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, সুন্দরবন দেশের প্রাকৃতিক ঐতিহ্যের অন্যতম প্রধান অংশ। এখানে নিয়মিত চোরা শিকারিদের দৌরাত্ম্য বন বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক অভিযানে বন বিভাগের তৎপরতা এই সমস্যার মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ জব্দ, পালিয়েছে শিকারিরা

আপডেট সময় ০১:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

সুন্দরবনের জ্ঞানপাড়া এলাকা থেকে হরিণ ধরার ফাঁদ ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত শুক্রবার (২ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই সুন্দরবনে চোরা শিকারিদের দমন করতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড়ে ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ট্রলার ও হরিণ ধরার ফাঁদ ফেলে রেখে বনের গভীরে পালিয়ে যায়। পরে তল্লাশির মাধ্যমে ট্রলার ও আশপাশের এলাকা থেকে ছয় বস্তা হরিণ ধরার ফাঁস, ১০ মণ বরফ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, “চোরা শিকারিরা পেশাদার চক্রের সদস্য। এদের ধরতে আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, জব্দকৃত ফাঁদ ও ট্রলার সংক্রান্ত বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ সর্বদা সচেষ্ট। বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, সুন্দরবন দেশের প্রাকৃতিক ঐতিহ্যের অন্যতম প্রধান অংশ। এখানে নিয়মিত চোরা শিকারিদের দৌরাত্ম্য বন বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক অভিযানে বন বিভাগের তৎপরতা এই সমস্যার মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে।