০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

সুন্দরবনে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ জব্দ, পালিয়েছে শিকারিরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 135

ছবি সংগৃহীত

 

সুন্দরবনের জ্ঞানপাড়া এলাকা থেকে হরিণ ধরার ফাঁদ ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত শুক্রবার (২ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই সুন্দরবনে চোরা শিকারিদের দমন করতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড়ে ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ট্রলার ও হরিণ ধরার ফাঁদ ফেলে রেখে বনের গভীরে পালিয়ে যায়। পরে তল্লাশির মাধ্যমে ট্রলার ও আশপাশের এলাকা থেকে ছয় বস্তা হরিণ ধরার ফাঁস, ১০ মণ বরফ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, “চোরা শিকারিরা পেশাদার চক্রের সদস্য। এদের ধরতে আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, জব্দকৃত ফাঁদ ও ট্রলার সংক্রান্ত বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ সর্বদা সচেষ্ট। বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, সুন্দরবন দেশের প্রাকৃতিক ঐতিহ্যের অন্যতম প্রধান অংশ। এখানে নিয়মিত চোরা শিকারিদের দৌরাত্ম্য বন বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক অভিযানে বন বিভাগের তৎপরতা এই সমস্যার মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ জব্দ, পালিয়েছে শিকারিরা

আপডেট সময় ০১:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

সুন্দরবনের জ্ঞানপাড়া এলাকা থেকে হরিণ ধরার ফাঁদ ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত শুক্রবার (২ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই সুন্দরবনে চোরা শিকারিদের দমন করতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড়ে ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ট্রলার ও হরিণ ধরার ফাঁদ ফেলে রেখে বনের গভীরে পালিয়ে যায়। পরে তল্লাশির মাধ্যমে ট্রলার ও আশপাশের এলাকা থেকে ছয় বস্তা হরিণ ধরার ফাঁস, ১০ মণ বরফ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, “চোরা শিকারিরা পেশাদার চক্রের সদস্য। এদের ধরতে আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, জব্দকৃত ফাঁদ ও ট্রলার সংক্রান্ত বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ সর্বদা সচেষ্ট। বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, সুন্দরবন দেশের প্রাকৃতিক ঐতিহ্যের অন্যতম প্রধান অংশ। এখানে নিয়মিত চোরা শিকারিদের দৌরাত্ম্য বন বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক অভিযানে বন বিভাগের তৎপরতা এই সমস্যার মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে।