০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।
জাতীয়

টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে মার্চ থেকে শুরু কার্যক্রম করবে সরকার 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 83

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হারিয়ে যাওয়া বনভূমি পুনরুদ্ধার প্রকৃতি ও পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে আগামী মার্চ থেকে টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে কার্যক্রম শুরু করবে সরকার।

তিনি জানান, শালবন উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বনভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে একটি টেকসই কর্মপরিকল্পনা তৈরি করা হবে। প্রয়োজন অনুযায়ী এ পরিকল্পনা সময়মতো হালনাগাদ করা হবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর বন ভবনে ‘সহ ব্যবস্থাপনার মাধ্যমে মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, বনভূমি সংরক্ষণে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা গুরুত্বপূর্ণ। শালবন পুনরুদ্ধারে ১৫০ একর এলাকাজুড়ে বনায়ন প্রকল্প হাতে নেওয়া হবে। সেখানে বন নির্ভর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় নতুন ‘ভিলেজ ফরেস্ট রুল’ প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, বন বিভাগের কাজ হবে জনগণের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা। এছাড়া বনভূমি রক্ষায় চলমান হয়রানিমূলক মামলাগুলোর দ্রুত সমাধান করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে মার্চ থেকে শুরু কার্যক্রম করবে সরকার 

আপডেট সময় ০৮:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হারিয়ে যাওয়া বনভূমি পুনরুদ্ধার প্রকৃতি ও পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে আগামী মার্চ থেকে টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে কার্যক্রম শুরু করবে সরকার।

তিনি জানান, শালবন উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বনভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে একটি টেকসই কর্মপরিকল্পনা তৈরি করা হবে। প্রয়োজন অনুযায়ী এ পরিকল্পনা সময়মতো হালনাগাদ করা হবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর বন ভবনে ‘সহ ব্যবস্থাপনার মাধ্যমে মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, বনভূমি সংরক্ষণে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা গুরুত্বপূর্ণ। শালবন পুনরুদ্ধারে ১৫০ একর এলাকাজুড়ে বনায়ন প্রকল্প হাতে নেওয়া হবে। সেখানে বন নির্ভর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় নতুন ‘ভিলেজ ফরেস্ট রুল’ প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, বন বিভাগের কাজ হবে জনগণের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা। এছাড়া বনভূমি রক্ষায় চলমান হয়রানিমূলক মামলাগুলোর দ্রুত সমাধান করা প্রয়োজন।