ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ৯ জন গ্রেপ্তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়   গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের প্রস্তুতিতে শিন বেত প্রধান রনেন বার যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর গাজায় ব্যর্থতার দায়ে এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রনেন বার। পুতিনের ভূমিকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ ইতালি থেকে আসা সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

দেশজুড়ে কনকনে শীতের দাপট ও শৈত্যপ্রবাহের শঙ্কা, থাকবে আরো ৭ দিন

খবরের কথা ডেস্ক

দেশজুড়ে কনকনে শীতের দাপট ও শৈত্যপ্রবাহের শঙ্কা, থাকবে আরো ৭ দিন

 

দেশজুড়ে শীতের তীব্রতা আবারও বাড়ছে। হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়তে শুরু করেছে চারপাশ। আগামীকাল বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে শৈত্যপ্রবাহের পর্যায়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এতে দৃশ্যমানতা হ্রাস পাবে, ফলে সড়ক, নৌপথ ও আকাশপথে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। বিশেষ করে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। তাপমাত্রা আরও কমে গিয়ে দেশের বেশির ভাগ অঞ্চলে তা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। দিনের বেলা সূর্যের দেখা না মিললে শীতের তীব্রতা আরও অনুভূত হবে। চলতি মৌসুমে এ শৈত্যপ্রবাহটি হতে পারে দীর্ঘস্থায়ী।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, উত্তরের হিমেল বাতাসের প্রবাহ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, যার ফলে শীতের পাশাপাশি ঘন কুয়াশার ঘনত্বও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, এই শীতের প্রকোপ ১৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
৫২০ বার পড়া হয়েছে

দেশজুড়ে কনকনে শীতের দাপট ও শৈত্যপ্রবাহের শঙ্কা, থাকবে আরো ৭ দিন

আপডেট সময় ০১:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

 

দেশজুড়ে শীতের তীব্রতা আবারও বাড়ছে। হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়তে শুরু করেছে চারপাশ। আগামীকাল বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে শৈত্যপ্রবাহের পর্যায়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এতে দৃশ্যমানতা হ্রাস পাবে, ফলে সড়ক, নৌপথ ও আকাশপথে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। বিশেষ করে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। তাপমাত্রা আরও কমে গিয়ে দেশের বেশির ভাগ অঞ্চলে তা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। দিনের বেলা সূর্যের দেখা না মিললে শীতের তীব্রতা আরও অনুভূত হবে। চলতি মৌসুমে এ শৈত্যপ্রবাহটি হতে পারে দীর্ঘস্থায়ী।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, উত্তরের হিমেল বাতাসের প্রবাহ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, যার ফলে শীতের পাশাপাশি ঘন কুয়াশার ঘনত্বও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, এই শীতের প্রকোপ ১৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।