০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এ আর রাহমান, ভক্তদের উদ্বেগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 56

ছবি সংগৃহীত

 

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমানকে হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নেওয়া হয়। সূত্র জানায়, বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই খ্যাতিমান সংগীতশিল্পী। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং তাঁর অ্যানজিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। হাসপাতালের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।

সম্প্রতি লন্ডন সফর থেকে ফিরে অসুস্থতা বোধ করেন এ আর রাহমান। তাঁর মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, দেশে ফেরার পর থেকেই তিনি বুকে অস্বস্তি অনুভব করছিলেন, ফলে দ্রুত হাসপাতালে চেকআপের জন্য যান। সেখানে ইসিজি করা হলে চিকিৎসকেরা জানান, তিনি ডিহাইড্রেশনে ভুগছেন। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, বিদেশ সফর থেকে ফেরার পর ঘাড়ে তীব্র ব্যথার সমস্যাও দেখা দিয়েছিল তাঁর। চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি হন রাহমান। মুখপাত্র আরও জানান, পবিত্র রমজানের রোজা রাখছেন শিল্পী, যা তাঁর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

এ আর রাহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন তাঁর ভক্তরা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দ্রুত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন এবং রাহমানের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘সংগীত কিংবদন্তি এ আর রাহমানের অসুস্থতার খবর পেয়ে আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আশ্বস্ত করেছেন যে তিনি ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।’

এর আগে, এ আর রাহমানের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার ঝড় বয়ে গেছে। সম্প্রতি তাঁর সাবেক স্ত্রী সায়রা বানুকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। গত বছর আচমকাই ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন রাহমান ও সায়রা বানু, যা ভক্তদের অবাক করেছিল। বিচ্ছেদের পরও দুজনেই ব্যক্তিগত জীবনে স্থিতি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। তবে এ সম্পর্কিত আলোচনার ঢেউ এখনও থামেনি।

বর্তমানে ভক্তরা অপেক্ষায় রয়েছেন, প্রিয় সংগীতজ্ঞ দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতের জগতে ফিরবেন, সেই আশায়।

নিউজটি শেয়ার করুন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এ আর রাহমান, ভক্তদের উদ্বেগ

আপডেট সময় ০২:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

 

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমানকে হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নেওয়া হয়। সূত্র জানায়, বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই খ্যাতিমান সংগীতশিল্পী। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং তাঁর অ্যানজিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। হাসপাতালের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।

সম্প্রতি লন্ডন সফর থেকে ফিরে অসুস্থতা বোধ করেন এ আর রাহমান। তাঁর মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, দেশে ফেরার পর থেকেই তিনি বুকে অস্বস্তি অনুভব করছিলেন, ফলে দ্রুত হাসপাতালে চেকআপের জন্য যান। সেখানে ইসিজি করা হলে চিকিৎসকেরা জানান, তিনি ডিহাইড্রেশনে ভুগছেন। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, বিদেশ সফর থেকে ফেরার পর ঘাড়ে তীব্র ব্যথার সমস্যাও দেখা দিয়েছিল তাঁর। চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি হন রাহমান। মুখপাত্র আরও জানান, পবিত্র রমজানের রোজা রাখছেন শিল্পী, যা তাঁর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

এ আর রাহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন তাঁর ভক্তরা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দ্রুত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন এবং রাহমানের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘সংগীত কিংবদন্তি এ আর রাহমানের অসুস্থতার খবর পেয়ে আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আশ্বস্ত করেছেন যে তিনি ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।’

এর আগে, এ আর রাহমানের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার ঝড় বয়ে গেছে। সম্প্রতি তাঁর সাবেক স্ত্রী সায়রা বানুকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। গত বছর আচমকাই ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন রাহমান ও সায়রা বানু, যা ভক্তদের অবাক করেছিল। বিচ্ছেদের পরও দুজনেই ব্যক্তিগত জীবনে স্থিতি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। তবে এ সম্পর্কিত আলোচনার ঢেউ এখনও থামেনি।

বর্তমানে ভক্তরা অপেক্ষায় রয়েছেন, প্রিয় সংগীতজ্ঞ দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতের জগতে ফিরবেন, সেই আশায়।