ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহরের বায়ুদূষণ রোধে ডিএনসিসির ২৫ পয়েন্টে বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি প্রশাসক আ. লীগ আমলের লাইসেন্সপ্রাপ্ত গণমাধ্যমগুলোর তদন্ত হবে: তথ্য উপদেষ্টা খাদ্য নিরাপত্তা নয়, দরকার খাদ্যে সার্বভৌমত্ব: প্রাণিসম্পদ উপদেষ্টা ‘আপনারা অনেকে আজ ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছেন’: হুঁশিয়ারি শিবির সভাপতির রোহিঙ্গা ও বিদেশিদের এনআইডি ডেটাবেজে অন্তর্ভুক্তির সুযোগ নেই: নির্বাচন কমিশন বিএসএফের গুলিতে কসবা সীমান্তে বাংলাদেশি যুবক নিহত, আহত ভারতীয় নাগরিক উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের এক দফা কর্মসূচি, হুঁশিয়ারি শাটডাউনের বেইলী রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড, উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দেশের ৬৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারত-পাকিস্তান ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক আজ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এ আর রাহমান, ভক্তদের উদ্বেগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 21

ছবি সংগৃহীত

 

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমানকে হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নেওয়া হয়। সূত্র জানায়, বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই খ্যাতিমান সংগীতশিল্পী। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং তাঁর অ্যানজিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। হাসপাতালের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।

সম্প্রতি লন্ডন সফর থেকে ফিরে অসুস্থতা বোধ করেন এ আর রাহমান। তাঁর মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, দেশে ফেরার পর থেকেই তিনি বুকে অস্বস্তি অনুভব করছিলেন, ফলে দ্রুত হাসপাতালে চেকআপের জন্য যান। সেখানে ইসিজি করা হলে চিকিৎসকেরা জানান, তিনি ডিহাইড্রেশনে ভুগছেন। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, বিদেশ সফর থেকে ফেরার পর ঘাড়ে তীব্র ব্যথার সমস্যাও দেখা দিয়েছিল তাঁর। চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি হন রাহমান। মুখপাত্র আরও জানান, পবিত্র রমজানের রোজা রাখছেন শিল্পী, যা তাঁর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

এ আর রাহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন তাঁর ভক্তরা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দ্রুত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন এবং রাহমানের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘সংগীত কিংবদন্তি এ আর রাহমানের অসুস্থতার খবর পেয়ে আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আশ্বস্ত করেছেন যে তিনি ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।’

এর আগে, এ আর রাহমানের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার ঝড় বয়ে গেছে। সম্প্রতি তাঁর সাবেক স্ত্রী সায়রা বানুকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। গত বছর আচমকাই ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন রাহমান ও সায়রা বানু, যা ভক্তদের অবাক করেছিল। বিচ্ছেদের পরও দুজনেই ব্যক্তিগত জীবনে স্থিতি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। তবে এ সম্পর্কিত আলোচনার ঢেউ এখনও থামেনি।

বর্তমানে ভক্তরা অপেক্ষায় রয়েছেন, প্রিয় সংগীতজ্ঞ দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতের জগতে ফিরবেন, সেই আশায়।

নিউজটি শেয়ার করুন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এ আর রাহমান, ভক্তদের উদ্বেগ

আপডেট সময় ০২:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

 

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমানকে হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নেওয়া হয়। সূত্র জানায়, বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই খ্যাতিমান সংগীতশিল্পী। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং তাঁর অ্যানজিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। হাসপাতালের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।

সম্প্রতি লন্ডন সফর থেকে ফিরে অসুস্থতা বোধ করেন এ আর রাহমান। তাঁর মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, দেশে ফেরার পর থেকেই তিনি বুকে অস্বস্তি অনুভব করছিলেন, ফলে দ্রুত হাসপাতালে চেকআপের জন্য যান। সেখানে ইসিজি করা হলে চিকিৎসকেরা জানান, তিনি ডিহাইড্রেশনে ভুগছেন। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, বিদেশ সফর থেকে ফেরার পর ঘাড়ে তীব্র ব্যথার সমস্যাও দেখা দিয়েছিল তাঁর। চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি হন রাহমান। মুখপাত্র আরও জানান, পবিত্র রমজানের রোজা রাখছেন শিল্পী, যা তাঁর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

এ আর রাহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন তাঁর ভক্তরা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দ্রুত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন এবং রাহমানের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘সংগীত কিংবদন্তি এ আর রাহমানের অসুস্থতার খবর পেয়ে আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আশ্বস্ত করেছেন যে তিনি ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।’

এর আগে, এ আর রাহমানের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার ঝড় বয়ে গেছে। সম্প্রতি তাঁর সাবেক স্ত্রী সায়রা বানুকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। গত বছর আচমকাই ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন রাহমান ও সায়রা বানু, যা ভক্তদের অবাক করেছিল। বিচ্ছেদের পরও দুজনেই ব্যক্তিগত জীবনে স্থিতি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। তবে এ সম্পর্কিত আলোচনার ঢেউ এখনও থামেনি।

বর্তমানে ভক্তরা অপেক্ষায় রয়েছেন, প্রিয় সংগীতজ্ঞ দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতের জগতে ফিরবেন, সেই আশায়।