শিরোনাম :
শুটিং চলাকালে সিলিং ভেঙে আহত একাধিক বলিউড তারকা
বলিউডে একের পর এক দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন বিপর্যয়। মুম্বাইয়ের রয়্যাল পামস এলাকায় একটি সিনেমার শুটিং সেটে ছাদের সিলিং ভেঙে আহত হয়েছেন অভিনেতা অর্জুন কাপুরসহ আরও কয়েকজন।
জানা গেছে, ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার গানের দৃশ্যের শুটিং চলছিল ইম্পিরিয়াল প্যালেসে। আচমকাই সেটের ছাদের একটি বড় অংশ ভেঙে পড়লে অভিনেতা অর্জুন কাপুর, প্রযোজক জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাসসির আজিজ আহত হন।
তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি বলিউড মহলে উদ্বেগ তৈরি করেছে। শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।