জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সম্মানিত শাহরুখ খান, ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা

- আপডেট সময় ১২:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 10
বলিউডের ‘কিং খান’ খ্যাত সুপারস্টার শাহরুখ খান তাঁর দীর্ঘ অভিনয়জীবনে প্রথমবারের মতো অর্জন করলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গতকাল শুক্রবার (১ আগস্ট) ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণায় অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মাননা পান তিনি।
পুরস্কার ঘোষণার পরপরই শাহরুখ খান সামাজিকমাধ্যমে এক আবেগময় ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন। ভিডিওতে তিনি কৃতজ্ঞতা জানান তাঁর ভক্ত, সহকর্মী, পরিবার এবং ‘জওয়ান’ টিমের প্রতি। বলেন, “এই সম্মান আমার কাছে শুধুই একটি পুরস্কার নয়, বরং ভালোবাসা, বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের ফল। আমি কৃতজ্ঞতা, গর্ব ও বিনয়ের সঙ্গে এটি গ্রহণ করছি। সারাজীবন এ মুহূর্ত মনে রাখব।”
জাতীয় পুরস্কার প্রাপ্তি উপলক্ষে জুরি বোর্ড, চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ বলেন, “আপনারা মনে করেছেন আমি এই স্বীকৃতির উপযুক্ত— এটাই আমার জন্য বড় পাওয়া।”
চলচ্চিত্রজগতে তাঁর দীর্ঘ পথচলায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি আমার পরিচালক ও চিত্রনাট্যকারদের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে ২০২৩ সালের জন্য। ধন্যবাদ রাজু স্যার, সিড এবং বিশেষভাবে অ্যাটলি স্যার ও তাঁর গোটা দলকে— ‘জওয়ান’–এ আমাকে বিশ্বাস করার জন্য।”
তিনি আরও বলেন, “আমার টিম ও ম্যানেজমেন্টের প্রতি আমি কৃতজ্ঞ। পর্দায় যেভাবে নিজেকে দেখতে পাই, তা তাঁদের নিরলস পরিশ্রমের ফল। তাঁদের সহযোগিতা ছাড়া এ সম্মান কখনো অর্জন করতে পারতাম না।”
পরিবারের অবদানের কথাও উঠে আসে তাঁর বার্তায়। স্ত্রী গৌরী এবং সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামের প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, “আমার পরিবার গত কয়েক বছরে আমাকে অশেষ ভালোবাসা দিয়েছে। আমি যেন এই বাড়ির সবচেয়ে ছোট সদস্য। ওরা জানে, সিনেমার প্রতি আমার প্রেম আমাকে কখনো কখনো তাঁদের থেকে দূরে সরিয়ে দেয়। তবুও ওরা সবসময় হাসিমুখে পাশে থেকেছে।”
পুরস্কার প্রসঙ্গে শাহরুখ খান বলেন, “এই জাতীয় সম্মান কেবল অর্জনের গৌরব নয়, বরং এটি আমাকে স্মরণ করিয়ে দেয় নতুন কিছু তৈরির আহ্বান। আমি এই স্বীকৃতিকে শেষ লক্ষ্য হিসেবে নয়, বরং সামনে এগিয়ে চলার প্রেরণা হিসেবে নেব। কারণ, অভিনয় আমার কাছে শুধু পেশা নয়— এটি এক মহান দায়িত্ব, যা সত্যকে পর্দায় তুলে ধরার দায় তৈরি করে।”
শেষে ভক্তদের উদ্দেশে বলেন, “তোমাদের ভালোবাসা, উল্লাস, এবং আমার জন্য মোবাইল স্ক্রল থামিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এই পুরস্কার আমি তোমাদেরই উৎসর্গ করছি।”
ভিডিওতে শাহরুখ খানকে ডান হাতে স্লিং বাঁধা অবস্থায় দেখা যায়। সম্প্রতি পাওয়া চোটের কারণে দুই হাত না তুললেও তাঁর পরিচিত সেই ভঙ্গিমা— দু’হাত ছড়িয়ে দাঁড়ানো— ভিডিওর শেষে কিছুটা হলেও ফুটে ওঠে। মুচকি হাসি দিয়ে তিনি বলেন, “ভালোবাসা পাঠানোর জন্য এই দুই হাত মেলে ধরতে পারছি না, তবে চিন্তা কোরো না! পপকর্ন রেডি রেখো, আমি খুব তাড়াতাড়ি ফিরছি সিনেমা হলে।”