০২:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা
ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 155

ছবি: সংগৃহীত

 

সংগীতপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র। কিংবদন্তি এই শিল্পীর জীবন, ক্যারিয়ার এবং সংগ্রামের গল্প নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা অ্যান্টইন ফুকুয়া, আর চিত্রনাট্য লিখেছেন জন লোগান। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তারই ভাইপো জাফর জ্যাকসন, যিনি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কাকার বর্ণাঢ্য জীবনের প্রতিটি বাঁক নিঁখুতভাবে ফুটিয়ে তোলার দায়িত্ব।

বিজ্ঞাপন

প্রযোজনায় রয়েছেন গ্রাহাম কিং, যিনি এর আগে ‘Bohemian Rhapsody’-এর মতো সাফল্যজনক বায়োপিক প্রযোজনা করেছেন। এই চলচ্চিত্রে উঠে আসবে মাইকেলের তারকা হয়ে ওঠার পথ, ব্যক্তিগত জীবনের উত্থান-পতন এবং কীভাবে তিনি পপ সংগীতের রাজা হিসেবে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করেছিলেন।

মূলত ২০২৫ সালের অক্টোবরেই ছবিটি মুক্তির কথা থাকলেও নির্মাতারা পরবর্তীতে মুক্তির তারিখ পিছিয়ে ২০২৬ সালের এপ্রিল নির্ধারণ করেছেন। জানা গেছে, শুটিং শেষ হয় ২০২৪ সালে, তবে পরবর্তী সময়ে কিছু অংশ নতুন করে ধারণ ও সম্পাদনা করা হয়েছে।

প্রথমদিকে এই বায়োপিকটি দুই ভাগে মুক্তির পরিকল্পনা ছিল, তবে শেষ পর্যন্ত একক ছবি হিসেবেই ‘মাইকেল’ দর্শকদের সামনে আসবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বব্যাপী কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করা মাইকেল জ্যাকসনের জীবনের না-জানা গল্পগুলো নিয়ে নির্মিত এই ছবি তার ভক্তদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ উপহার হতে চলেছে।

নিউজটি শেয়ার করুন

ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

আপডেট সময় ১১:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

 

সংগীতপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র। কিংবদন্তি এই শিল্পীর জীবন, ক্যারিয়ার এবং সংগ্রামের গল্প নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা অ্যান্টইন ফুকুয়া, আর চিত্রনাট্য লিখেছেন জন লোগান। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তারই ভাইপো জাফর জ্যাকসন, যিনি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কাকার বর্ণাঢ্য জীবনের প্রতিটি বাঁক নিঁখুতভাবে ফুটিয়ে তোলার দায়িত্ব।

বিজ্ঞাপন

প্রযোজনায় রয়েছেন গ্রাহাম কিং, যিনি এর আগে ‘Bohemian Rhapsody’-এর মতো সাফল্যজনক বায়োপিক প্রযোজনা করেছেন। এই চলচ্চিত্রে উঠে আসবে মাইকেলের তারকা হয়ে ওঠার পথ, ব্যক্তিগত জীবনের উত্থান-পতন এবং কীভাবে তিনি পপ সংগীতের রাজা হিসেবে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করেছিলেন।

মূলত ২০২৫ সালের অক্টোবরেই ছবিটি মুক্তির কথা থাকলেও নির্মাতারা পরবর্তীতে মুক্তির তারিখ পিছিয়ে ২০২৬ সালের এপ্রিল নির্ধারণ করেছেন। জানা গেছে, শুটিং শেষ হয় ২০২৪ সালে, তবে পরবর্তী সময়ে কিছু অংশ নতুন করে ধারণ ও সম্পাদনা করা হয়েছে।

প্রথমদিকে এই বায়োপিকটি দুই ভাগে মুক্তির পরিকল্পনা ছিল, তবে শেষ পর্যন্ত একক ছবি হিসেবেই ‘মাইকেল’ দর্শকদের সামনে আসবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বব্যাপী কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করা মাইকেল জ্যাকসনের জীবনের না-জানা গল্পগুলো নিয়ে নির্মিত এই ছবি তার ভক্তদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ উপহার হতে চলেছে।