০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

কাটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 142

ছবি: সংগৃহীত

 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন এই তারকা। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

খবরে প্রকাশ, শুক্রবার রাতে স্বামী পরাগ ত্যাগী এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা নিশ্চিত করেন, শেফালি হাসপাতালে আসার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সাংবাদিক ভিকি লালওয়ানি এক পোস্টে জানান, হাসপাতালের রিসেপশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লুলাও তার মৃত্যু নিশ্চিত করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি। এই গানের পর একে একে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে বলিউডে ক্যামিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।

ব্যক্তিজীবনে শেফালি ২০০২ সালে প্রথম বিয়ে করেছিলেন, কিন্তু সেই দাম্পত্যে সুখের ছোঁয়া মেলেনি। ২০০৯ সালে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। এরপর দীর্ঘদিন অন্তরালে ছিলেন। পরে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৪ সালে তিনি পরাগকে বিয়ে করেন। এই দম্পতি একসঙ্গে ‘নাচ বালিয়ে’ অনুষ্ঠানের পঞ্চম সিজনেও অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী হয়ে আবারও আলোচনায় আসেন শেফালি।

শেফালি নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন এবং খোলামেলা ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও ছিলেন সরব। পাশাপাশি মানসিক স্বাস্থ্য এবং নারী ক্ষমতায়নের পক্ষে সরব কণ্ঠ ছিলেন তিনি। হঠাৎ এমন মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শেফালির আকস্মিক প্রয়াণে সহকর্মী, বন্ধু এবং অনুরাগীদের মধ্যে শোকের স্রোত বইছে। তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে ভক্তদের মনে।

নিউজটি শেয়ার করুন

কাটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই

আপডেট সময় ১১:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন এই তারকা। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

খবরে প্রকাশ, শুক্রবার রাতে স্বামী পরাগ ত্যাগী এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা নিশ্চিত করেন, শেফালি হাসপাতালে আসার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সাংবাদিক ভিকি লালওয়ানি এক পোস্টে জানান, হাসপাতালের রিসেপশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লুলাও তার মৃত্যু নিশ্চিত করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি। এই গানের পর একে একে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে বলিউডে ক্যামিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।

ব্যক্তিজীবনে শেফালি ২০০২ সালে প্রথম বিয়ে করেছিলেন, কিন্তু সেই দাম্পত্যে সুখের ছোঁয়া মেলেনি। ২০০৯ সালে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। এরপর দীর্ঘদিন অন্তরালে ছিলেন। পরে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৪ সালে তিনি পরাগকে বিয়ে করেন। এই দম্পতি একসঙ্গে ‘নাচ বালিয়ে’ অনুষ্ঠানের পঞ্চম সিজনেও অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী হয়ে আবারও আলোচনায় আসেন শেফালি।

শেফালি নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন এবং খোলামেলা ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও ছিলেন সরব। পাশাপাশি মানসিক স্বাস্থ্য এবং নারী ক্ষমতায়নের পক্ষে সরব কণ্ঠ ছিলেন তিনি। হঠাৎ এমন মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শেফালির আকস্মিক প্রয়াণে সহকর্মী, বন্ধু এবং অনুরাগীদের মধ্যে শোকের স্রোত বইছে। তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে ভক্তদের মনে।