আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

- আপডেট সময় ০৮:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 0
আন্তর্জাতিক অঙ্গনে মেহজাবীন চৌধুরীর অভিনীত সিনেমা সাবা এর যাত্রা শুরু হয়েছিল কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে। এরপর একে একে জায়গা করে নেয় দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সৌদি আরবের রেড সি উৎসব, সুইডেনের গোথেনবার্গ, জাপানের ওসাকা ও যুক্তরাষ্ট্রের ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক মর্যাদাপূর্ণ আসরে। তবে এবারের সাফল্যটি অভিনেত্রী মেহজাবীনের কাছে বিশেষ।
যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য ৩৩তম রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাবা সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’ বিভাগে মনোনয়ন পেয়েছেন মেহজাবীন চৌধুরী। এ মনোনয়নকে তিনি নিজের অভিনয়জীবনের এক বড় অর্জন হিসেবে দেখছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেহজাবীন বলেন, “ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত ও সম্মানিত বোধ করছি, যে আমাকে আন্তর্জাতিক অঙ্গনের অনেক গুণী শিল্পীর পাশে স্থান দেওয়া হয়েছে। এটি শুধু একটি স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতের চ্যালেঞ্জ গ্রহণের অনুপ্রেরণা। আমি চাই আরও গভীর চরিত্রে কাজ করতে, নিজেকে অভিনয়ের দিক থেকে আরও সমৃদ্ধ করতে।”
বাংলাদেশি সিনেমার ভবিষ্যত নিয়েও আশাবাদী এই অভিনেত্রী। তার মতে, এখনই সময় দেশীয় চলচ্চিত্রের ব্যাপক উন্নয়নের। তিনি বলেন, “বাংলাদেশের গল্প, আমাদের সংস্কৃতি, আবেগ সবই এখন আন্তর্জাতিক দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। কান চলচ্চিত্র উৎসবে আমাদের উপস্থিতি তার প্রমাণ। আমি বিশ্বাস করি, একদিন আমাদের প্রতিভা বিশ্বের সব প্রান্তে প্রশংসিত হবে। এই উন্নয়নের যাত্রায় শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরি।”
রেইনড্যান্স উৎসবের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সাবা প্রদর্শিত হবে ‘ন্যারেটিভ ফিচার’ বিভাগে। একই সঙ্গে, প্রথম সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হোসাইন পেয়েছেন মনোনয়ন, এবং সিনেমাটি স্থান পেয়েছে ‘ডিসকভারি অ্যাওয়ার্ড’ বিভাগেও।
এই কৃতিত্বের জন্য পরিচালক মাকসুদ হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেহজাবীন বলেন, “তার প্রতি আমি কৃতজ্ঞ, তিনি আমাকে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন, যা আমার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করেছে।”
উল্লেখযোগ্য বিষয়, আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও সাবা এখনও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।