ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, ভারতের প্রতিক্রিয়া কী? আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে ভারতের উদ্বেগ নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা, মরদেহ ফেলার সময় আটক ২ ঢাকার মূল সড়কে রিকশা নিষিদ্ধ: ডিএনসিসি প্রশাসক ভোজ্যতেল বাজারে স্থিতিশীলতা আনতে রাইস ব্রান তেল কিনবে সরকার কমেছে উড়োজাহাজ জ্বালানির দাম দেশীয় গরুর জাত রক্ষায় জরুরি রোডম্যাপের তাগিদ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার স্বাস্থ্যসেবায় নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা বললেন হাফিজ উদ্দিন বিয়ের খরচ চিন্তা করে এখনো সিঙ্গেল সালমান খান!

বড়পর্দায় ফিরছেন আমির খান, সঙ্গে আসছে ১০ নতুন মুখ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 24

ছবি সংগৃহীত

 

‘লাল সিং চাড্ডা’র পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন বলিউড সুপারস্টার আমির খান। মাঝে ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করে কিছুটা আলোচনায় থাকলেও, অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন কবে আবার নায়ক রূপে রুপালি পর্দায় ফিরবেন আমির। সেই প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে নতুন স্পোর্টস ড্রামা ‘সিতারে জামিন পার’।

সোমবার প্রকাশ পেল ছবির প্রথম পোস্টার। পোস্টারে দেখা গেছে একেবারে নতুন রূপে হাজির হয়েছেন আমির খান। পরনে বাস্কেটবল জার্সি ও ট্র্যাক প্যান্ট, চোখে স্টাইলিশ সানগ্লাস, গলায় হুইসেল। পেছনে দেখা যাচ্ছে ব্যাকবোর্ড, আর তার চারপাশে দাঁড়িয়ে রয়েছেন এক ঝাঁক তরুণ-তরুণী ১০ জন নতুন মুখ। তাদের চোখেমুখে আত্মবিশ্বাস, কৌতূহল আর স্বপ্ন।

পোস্টারের ব্যাকগ্রাউন্ডে রঙিন গ্রাফিতি, আর স্পোর্টি ফন্টে লেখা ছবির নাম ‘সিতারে জামিন পার’। ছবিটি পরিচালনা করেছেন ‘শুভ মঙ্গল সাবধান’-খ্যাত আরএস প্রসন্ন। প্রযোজনায় রয়েছেন আমির খান নিজেই।

এই সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন দশজন নতুন অভিনয়শিল্পী আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আমির খানের পাশাপাশি রয়েছেন জেনেলিয়া দেশমুখ, দারশীল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা এবং সুরেশ মেনন। দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় সংগীত পরিচালনায় ফিরছেন জনপ্রিয় সুরকার ত্রয়ী শঙ্কর-এহসান-লয়।

সব মিলিয়ে এই সিনেমাকে ঘিরে দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন মুখের উপস্থিতি, স্পোর্টস ঘরানার গল্প আর আমির খানের প্রত্যাবর্তন সব মিলে ‘সিতারে জামিন পার’ হতে চলেছে বছরের অন্যতম আলোচিত ছবি।

সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ জুন, সারাদেশের প্রেক্ষাগৃহে।

 

নিউজটি শেয়ার করুন

বড়পর্দায় ফিরছেন আমির খান, সঙ্গে আসছে ১০ নতুন মুখ

আপডেট সময় ০১:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

‘লাল সিং চাড্ডা’র পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন বলিউড সুপারস্টার আমির খান। মাঝে ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করে কিছুটা আলোচনায় থাকলেও, অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন কবে আবার নায়ক রূপে রুপালি পর্দায় ফিরবেন আমির। সেই প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে নতুন স্পোর্টস ড্রামা ‘সিতারে জামিন পার’।

সোমবার প্রকাশ পেল ছবির প্রথম পোস্টার। পোস্টারে দেখা গেছে একেবারে নতুন রূপে হাজির হয়েছেন আমির খান। পরনে বাস্কেটবল জার্সি ও ট্র্যাক প্যান্ট, চোখে স্টাইলিশ সানগ্লাস, গলায় হুইসেল। পেছনে দেখা যাচ্ছে ব্যাকবোর্ড, আর তার চারপাশে দাঁড়িয়ে রয়েছেন এক ঝাঁক তরুণ-তরুণী ১০ জন নতুন মুখ। তাদের চোখেমুখে আত্মবিশ্বাস, কৌতূহল আর স্বপ্ন।

পোস্টারের ব্যাকগ্রাউন্ডে রঙিন গ্রাফিতি, আর স্পোর্টি ফন্টে লেখা ছবির নাম ‘সিতারে জামিন পার’। ছবিটি পরিচালনা করেছেন ‘শুভ মঙ্গল সাবধান’-খ্যাত আরএস প্রসন্ন। প্রযোজনায় রয়েছেন আমির খান নিজেই।

এই সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন দশজন নতুন অভিনয়শিল্পী আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আমির খানের পাশাপাশি রয়েছেন জেনেলিয়া দেশমুখ, দারশীল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা এবং সুরেশ মেনন। দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় সংগীত পরিচালনায় ফিরছেন জনপ্রিয় সুরকার ত্রয়ী শঙ্কর-এহসান-লয়।

সব মিলিয়ে এই সিনেমাকে ঘিরে দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন মুখের উপস্থিতি, স্পোর্টস ঘরানার গল্প আর আমির খানের প্রত্যাবর্তন সব মিলে ‘সিতারে জামিন পার’ হতে চলেছে বছরের অন্যতম আলোচিত ছবি।

সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ জুন, সারাদেশের প্রেক্ষাগৃহে।