ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওড়না পেঁচিয়ে দুর্ঘটনা, রামপুরায় তরুণীর করুণ মৃত্যু আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেপ্তার করল ডিবি নওগাঁ আওয়ামী লীগ অফিস থেকে লিফটের রেলিং চুরি করতে যেয়ে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু দুর্দান্ত পেস আক্রমণে কিউইদের এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ ‘এ’ দল সৌদিতে মেগা প্রকল্পে দক্ষ কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ রোমানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ সিমিওনের জয়, ইউক্রেন সহায়তায় অনিশ্চয়তা আলমডাঙ্গায় আন্তজেলা ডাকাতচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-পুলিশের পোশাক ব্যাংকের চাকরি ছেড়ে কৃষক মিজানুরের ড্রাগন চাষে সাফল্য নির্বাচন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, তবে প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করা: ইইউ রাষ্ট্রদূত দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সিইসি

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 60

 

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তার ছেলে মিঠুন মিত্র জানিয়েছেন, গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসের গুরুতর সমস্যা ধরা পড়ে।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম নেওয়া প্রবীর মিত্র বড় হন পুরান ঢাকায়। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ডাকঘর’-এ অভিনয়ের মাধ্যমে নাট্যচর্চার সূচনা হয় তার। ১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন প্রবীর মিত্র। চারশ’র বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন চরিত্রাভিনেতা হিসেবে। ১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৮ সালে আজীবন সম্মাননা লাভ করেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমায় তার শেষ অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল।

ব্যক্তিগত জীবনে প্রেমিকা অজন্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০০০ সালে স্ত্রী অজন্তার মৃত্যু এবং ২০১২ সালে ছোট ছেলে সামিউল ইসলামের অকালপ্রয়াণ তাকে গভীরভাবে আঘাত করেছিল। আজ সোমবার (৬ জানুয়ারি) এফডিসিতে শেষ শ্রদ্ধা জানানো হবে প্রবীর মিত্রকে। সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে, যেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই

আপডেট সময় ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

 

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তার ছেলে মিঠুন মিত্র জানিয়েছেন, গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসের গুরুতর সমস্যা ধরা পড়ে।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম নেওয়া প্রবীর মিত্র বড় হন পুরান ঢাকায়। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ডাকঘর’-এ অভিনয়ের মাধ্যমে নাট্যচর্চার সূচনা হয় তার। ১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন প্রবীর মিত্র। চারশ’র বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন চরিত্রাভিনেতা হিসেবে। ১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৮ সালে আজীবন সম্মাননা লাভ করেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমায় তার শেষ অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল।

ব্যক্তিগত জীবনে প্রেমিকা অজন্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০০০ সালে স্ত্রী অজন্তার মৃত্যু এবং ২০১২ সালে ছোট ছেলে সামিউল ইসলামের অকালপ্রয়াণ তাকে গভীরভাবে আঘাত করেছিল। আজ সোমবার (৬ জানুয়ারি) এফডিসিতে শেষ শ্রদ্ধা জানানো হবে প্রবীর মিত্রকে। সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে, যেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।