১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

জনপ্রিয় অভিনেতা ললিত মনচন্দার রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি অন্য কিছু?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 113

ছবি সংগৃহীত

 

ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা ললিত মনচন্দা আর নেই। উত্তরপ্রদেশের মিরাটে নিজের বাসভবন থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হলেও তদন্ত চলছে নানা দিক খতিয়ে দেখে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৩৬ বছর বয়সী এই অভিনেতার মরদেহ তার নিজ ঘর থেকেই উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ললিত মনচন্দার পরিবার এবং ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল। তারা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই মানসিক চাপ ও উদ্বেগে ভুগছিলেন অভিনেতা। ব্যক্তিজীবনে কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে ঠিক কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ললিতের সাম্প্রতিক জীবন এবং পেশাগত দিকগুলোও খতিয়ে দেখছে।

অভিনেতার এক বন্ধু জানান, “ললিত কিছুটা চুপচাপ হয়ে গিয়েছিল। ওর মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। আমরা বুঝতে পারিনি, এত বড় সিদ্ধান্ত নিতে পারে।”

টেলিভিশনের জনপ্রিয় মুখ ললিত মনচন্দা ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ছাড়াও ‘ক্রাইম পেট্রোল’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। এছাড়াও বড় পর্দায়ও তার উপস্থিতি ছিল। বলিউডের কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তিনি একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন বলে জানা গেছে।

অভিনেতার হঠাৎ এই মৃত্যুর খবরে মর্মাহত তার সহকর্মী ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকেই। একজন প্রতিভাবান শিল্পীর এমন অকাল মৃত্যু সবাইকে নাড়া দিয়েছে।

পুলিশ জানিয়েছে, এই মৃত্যুর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তাও তারা খতিয়ে দেখছে। সবকিছু স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে।

ললিত মনচন্দার মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার আত্মার শান্তি কামনা করেছেন অনেকে। অভিনেতার জীবন ছিল আলো ঝলমলে, কিন্তু অন্তরে হয়তো জমেছিল ঘন অন্ধকার। সেই অন্ধকারেই হারিয়ে গেলেন ললিত মনচন্দা।

নিউজটি শেয়ার করুন

জনপ্রিয় অভিনেতা ললিত মনচন্দার রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি অন্য কিছু?

আপডেট সময় ০৪:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা ললিত মনচন্দা আর নেই। উত্তরপ্রদেশের মিরাটে নিজের বাসভবন থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হলেও তদন্ত চলছে নানা দিক খতিয়ে দেখে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৩৬ বছর বয়সী এই অভিনেতার মরদেহ তার নিজ ঘর থেকেই উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ললিত মনচন্দার পরিবার এবং ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল। তারা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই মানসিক চাপ ও উদ্বেগে ভুগছিলেন অভিনেতা। ব্যক্তিজীবনে কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে ঠিক কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ললিতের সাম্প্রতিক জীবন এবং পেশাগত দিকগুলোও খতিয়ে দেখছে।

অভিনেতার এক বন্ধু জানান, “ললিত কিছুটা চুপচাপ হয়ে গিয়েছিল। ওর মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। আমরা বুঝতে পারিনি, এত বড় সিদ্ধান্ত নিতে পারে।”

টেলিভিশনের জনপ্রিয় মুখ ললিত মনচন্দা ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ছাড়াও ‘ক্রাইম পেট্রোল’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। এছাড়াও বড় পর্দায়ও তার উপস্থিতি ছিল। বলিউডের কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তিনি একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন বলে জানা গেছে।

অভিনেতার হঠাৎ এই মৃত্যুর খবরে মর্মাহত তার সহকর্মী ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকেই। একজন প্রতিভাবান শিল্পীর এমন অকাল মৃত্যু সবাইকে নাড়া দিয়েছে।

পুলিশ জানিয়েছে, এই মৃত্যুর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তাও তারা খতিয়ে দেখছে। সবকিছু স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে।

ললিত মনচন্দার মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার আত্মার শান্তি কামনা করেছেন অনেকে। অভিনেতার জীবন ছিল আলো ঝলমলে, কিন্তু অন্তরে হয়তো জমেছিল ঘন অন্ধকার। সেই অন্ধকারেই হারিয়ে গেলেন ললিত মনচন্দা।